৮টি চমৎকার বিষয় যা এই সকালে আপনাকে বোকা বানাবে!!

ছোট অনেক কিছু আছে যেগুলো আমরা জানি একভাবে কিন্তু সেগুলোর রুপ বা প্রয়োজনীয়তা আলাদা। আসুন এই সকালে আমাদের মাথাটা একটু নাড়া দেই। সংক্ষেপে একটু জেনে নেই এতদিন এগুলোর ব্যপারে যা জানতাম তা সত্যি নাকি মিথ্যা!

১.আমরা সবাই জানি শীতকালিন সবজি হচ্ছে টমেটো। মজার ব্যাপার হচ্ছে এটা আমার অনেক প্রিয় একটা সবজি। কিন্তু দুঃখ পেলাম এটা জেনে টমেটো সবজি না এটা একটা ফল।
২. ছোট একটা স্ট্রোবেরিতে ২০০টার কাছাকাছা বিজ থাকে।
৩. একটা কিউই তে একটা কমলা থেকে বেশি ভিটামিন থাকে।
৪.একটা ডুমুর খেলে অাধা কাপ দুধের ক্যালসিয়াম পাবেন।
৫.লেবুতে হাই এসিড থাকার কারণে এটি ব্যাকটেরিয়াকে মারতে পারে। আর যেকোন কিছু পরিষ্কার এও সহায়ক।
৬.কমলাতে এন্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
৭. আগের দিনে ব্ল্যাকবেরিকে আকাশি আর বেগুনী রং করার জন্য ব্যবহার করা হত।
৮. কলা কোন ফল না এটি একটি ঔষধ।

এই রইল আজকের ৮টি চমৎকার বিষয়।
Previous Post Next Post