খাদিজার (রাঃ) মৃত্যুর পরও রাসূল ﷺ খাদিজার কবরের কাছে যেতেন, কেন?


খাদিজার (রাঃ) মৃত্যুর পরও রাসূল ﷺ খাদিজার কবরের কাছে যেতেন। এমন এক সময়ে খাদিজার মৃত্যু হয়েছিল যখন রাসূল ﷺ খুব অসহায় বোধ করছিলেন। তিনি কাঁদতেন। খাদিজার (রাঃ)মৃত্যুর পরও তিনি তাঁর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতেন, তাঁরবান্ধবীদের কাছে উপহার পাঠাতেন।হঠাৎ খাদিজার (রাঃ) ব্যবহার্য কোন জিনিস সামনে পড়ে গেলে তিনি সাথে সাথে আবেগাপ্লুত হয়ে যেতেন, স্মৃতিচারণ করতেন। আইশা (রাঃ) বলতেন, আমি খাদিজাকে কখনো দেখিনি কিন্তু তাঁকেই সবচেয়ে বেশী ঈর্ষা করতাম, কারণ রাসূল ﷺ তাকে সবসময় স্মরণ করতেন।
.
এই ভালোবাসা এই কারণে না যে, তিনি অনেক সুন্দরী ছিলেন, বরং রাসূলের সাথে বিয়ের সময় তাঁর বয়স ছিল চল্লিশ বছর। এই বয়স্কা মহিলাকে রাসূল এতটা ভালোবাসতেন এই কারণে না যে তিনি অনেক ইন্টেলেকচুয়াল ছিলেন, এই কারণে না যে, তিনি বিদ্যা বুদ্ধির বহর ছিলেন, এই কারণেও না যে, তিনি সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় পর্যায়ে দাপিয়ে বেড়িয়েছেন। এমন না যে, উনার নামের সাথে দশ বারোটা ডিগ্রী ছিল। আল্লাহ্র রাসূল ﷺ এই বয়স্কা স্ত্রীকে এতটা ভালোবাসতেন, কারণ তিনি রাসূলের আশ্রয় ছিলেন, সুকুন ছিলেন। আইশা (রাঃ) যখন বলছিলেন, কেন আপনি একজন বৃদ্ধা মহিলার কথা চিন্তা করছেন তখন রাসূল ﷺ রাগত স্বরে বলেছিলেন, ‘কক্ষনো না। মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে, সে তখন আমাকে সত্য বলে  মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল, তখন সে মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে আমাকে সাহায্য করেছে। তাঁর গর্ভেই আমার সন্তান হয়েছে।’
photo: collected

.
তিনি আমাদের আম্মাজান, খাদিজা (রাঃ)। মারিয়াম (আঃ) এবং খাদিজা (রাঃ) কে দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম রমণী বলা হয়েছে। তিনি খাদিজা (রাঃ), যাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। একবার জিবরীল (আঃ) আসলেন রাসূলের ﷺ কাছে। তখন খাদিজা (রাঃ) রাসূলের জন্য কিছু একটা নিয়ে ঘরে ঢুকছিল। জিবরীল বললেন, ‘তাঁকে জান্নাতে মণি-মুক্তার তৈরী প্রাসাদের সুসংবাদ দিন।’
.
শুধু নারীদের নয় সমগ্র উম্মাহর আমাদের এই মা খাদিজাকে দেখে ঈর্ষা করা উচিত। কেন? কারণ সারা উম্মাহ যাকে সবচেয়ে বেশী ভালোবাসে সেই রাসূল ﷺ সবচেয়ে বেশী ভালোবাসতেন এই মহিলাকে। সবচেয়ে বেশী কষ্ট পেয়েছেন খাদিজার মৃত্যুতে। জান্নাতের বাগানে রাসূল ﷺ মা খাদিজাকে নিয়ে হাঁটছেন, এই দৃশ্য দেখার জন্য হলেও আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। """""আমিন।
Previous Post Next Post