তাওয়াক্কুলতু আলাল আল্লাহ

আমি একটু বেশিই খেতে পছন্দ করি। করি বললে ভুল হবে করতাম। এখন আর অাগের মত খাওয়া হয় না বললে খুব ভুল হবে আসলে আগের মত খেতে পারি না। বেশি খেতে পারতাম তাই আব্বু বড় মাছের মাথা বড় মাছের টুকরা দামি দামি বড় মাছ গরুর মাংস খাশির মাংস আমার জন্যই আনত। এদিকে বড় ভাই আমার আবার বড় মাছ পছন্দই করত না। তাই দুই পিছ মাছের জায়গায় তিন পিছ পেতাম। হিসাবটা ভাল ছিল।


আমার বাসায় খালা মামা ফুফু যেই আসুক না কেন আমার জন্য কোন কম্প্রোমাইজ হত না। বড় টুকরাটা আমারই থাকত। তা যাই হোক, খাবার বাড়তে আম্মু সবাইকে বলত ওর আব্বু ওরে সবসময় সেরাটায় দেয় কে জানি বিয়ের পর ভাল খেতে পায় কিনা। তখন আমি খেতাম আর বলতাম আল্লাহ ভরসা অর্থাৎ তাওয়াক্কুলতু আল আল্লাহ।

আজও ও আমি মনকে বলি তাওয়াক্কুলতু আল আল্লাহ। আল্লাহ র উপর কিছু নাই। আমার মনের সাহস যেগাতে মা আমাকে অনেক সাহায্য করত আর এখনও করে। সে সবসময় বলে নামাজ পড়বা তাইলে আল্লাই সব ঠিক কইরা দিব। 

বলতে গেলে আমাদের জীবনে উত্থান পতন  এর জন্য আল্লার কোন দোষ নেই। আমি এখন যেই কষ্টে আছি তার জন্য আমি দায়ী। আমার খুব একটা প্রিয় মানুষ আমাকে শিখিয়েছিলেন Revenge Of Nature. তিনি বলেছিলেন তুমি আমার সাথে যা করবা তা অটোমেটিক ভাবেই ফেরত পাবা। আমি এমন ভাব করতাম যে কই আমি ত এমন কিছুই করি না। হয়তো এটা নিয়ে উপরের কর্তা আমাকে মাফ করেননি। নতুবা মনের অজান্তে একজনের মঙ্গল চাইতে চাইতে মাফ চাওয়াই হয়নি। জানেন তো এই ফিলিংস অনেক খারাপ।  মনে হয় যে জেনে গেছি ভুল টা কোথায় আর উঠে বসে কোথাও শান্তি নেই। কেমন জানি খচ খচ করে মনের ভিতরটা।

আমার এরকম আগেও হয়েছে। যখন এই খচ খচটা ওঠে তখন আমি ভয় পাই কাউকে হারাবার।  আরও অশান্তি কান্না কষ্ট সৃষ্টি হয়ে বুকটা একদম ফেটে যায়। এটা থেকে বের হওয়ার উপায় একটা তাওয়াক্কুলতু আল আল্লাহ। উপরে একজন আছেন ক্ষমা চাওয়ার জন্য বিশ্বাস রাখার জন্য। সব ঠিক করার জন্য। তাই মুখে নয় বিশ্বাস করুন 
'তাওয়াক্কুলতু আল আল্লাহ।'
Previous Post Next Post