সত্যি জানতে চাই কতটা ভালবাসো। জনতে চাই ঠিক কতটা সময় আমায় মনে করো। তুমি ছাড়া সত্যিই আমি খুব একলা।
যেদিন বাবার ছায়া থেকে বেরিয়ে এলাম সেদিন ধরেই নিলাম এই পৃথিবীর বুকে তুমি ছাড়া তো আর কেউ নেই। বিয়ের কদিনের মধ্যেই মাথায় ঘুরপাক খেল তুমি যদি মুখ ফেরাও আমি কোথায় যাব।
ভালবাসা যে বড় নিষ্ঠুর। এই নিষ্ঠুরতাকে এখনো ভয় পেয়ে পথ চলা। কিভাবে ভুলবো যখন একটা নতুন বউয়ের তার স্বামীকে খুব কাছে দরকার পায়ের সাথে পা মিলিয়ে চলা দরকার তুমিই ঠিক তখন টাই ছিলে না। কত রাত ঘুমাই নি তুমি দূরে ছিলে বলে। কিভাবেই বা ভুলবো সেই মানুষদের যে এক বাবার মেয়েকে শত শব্দের জালে আটকিয়ে অশান্তির ঘোর নিয়ে আসত। কিভাবে ভুলতে পারি।
ভাল লাগে যখন তুমি আমাকে তোমার চোখ থেকে হারাতে দাও না। কেমন জানি ভয় হয়। এখনো মনে হয় তোমাকে তো কারো সাথে ভাগ করা দূরের কথা তোমাকে আমি কোথাও একা রাখতে পারব না। তবে হ্যা হাশরের মাঠে আগে আমার খোদার কাছে জানব যে কতবার আমায় মনে করেছ কতবার আমার জন্য তোমার মন ছুটেছে আর কয়টা মিথ্যা বলেছ।
জানতে তো হবেই আমায়। কারন তোমার ঐই মনে আমি ছাড়া আর কাউকে আসতে দিব না। জানতে চাও না যে আমি তোমার জীবনে আছি এটা কেন প্রকাশ করতে চাই? কারণ যেকোন মানুষ যখন তোমাকে মনে করে তখন যেন আমাকেও মনে করে যে আমি হ্যা শুধুমাত্র আমিই তোমার মানে তোমার বউ।
অনেক ভালবাসি।
Tags:
International