গোপন সূএে পাওয়া শাকিব ও বুবলির অন্তরঙ্গতার কারন

ঢালিউড কিং শাকিব খান ও বুবলির অন্তরঙ্গতার খবর ছড়িয়ে পরে গত বছরের প্রায় মাঝামাঝি সময় থেকে।সম্প্রতি আবারো প্রকাশ পেল শাকিব বুবলি অন্তরঙ্গতার কারণ। যদিও তারা বরাবরই একথা অস্বীকার করে আসছেন।
যখন অপু বিশ্বাস শাকিব পুএকে নিয়ে সামনে আসেন।
তখন এই সম্পর্কের কিছুটা আঁচ মিডিয়াতে দিয়ে যান।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহিত

বলে রাখা ভাল যে শাকিব অপু প্রকাশ্যে দ্বন্দ শুরু হয়েছিল অাব্রাহাম খান জয়কে শাকিব ও তার পরিবার জন্মের পরও দেখতে যায় নি বলে।
সম্প্রতি শাকিবের খুব কাছের একজন ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান যে, " শাকিব ভাইয়ের জন্য আমি আজকে বারো বছর ধইরা কাজ করি সারাদিনের বেশির ভাগ সময়ই উনার সাথে থাকি। উনার মেকাপটা আসলে আমিই করি। এবং আরো কিছু কাজ নিয়ে তার সাথে আমি জড়িত। তাই বুবলি আপুর সাথে তার সম্পর্কের কথা অস্বীকার করতেছি না।অস্বীকার করাটা এখন সম্ভব ও না
শাকিব বুবলির সম্পর্কের কারণ জানতে চাইলে উনি বলেন " অপু বিশ্বাস হঠাৎ সামনে আসার করণেই  তাদের সম্পর্কের এই জোড়ালো পরিণতি হইছে।
এই প্রেক্ষাপটে উনি শাকিব বুবলির একসাথে থাকা, চলাফেরা, আলাদাভাবে ঘুরতে যাওয়ার কথাও প্রকাশ করেন।
একসাথে এতগুলো ছবি বুবলির সাথে করার কারণ জানতে চাইলে উনি বলেন বুবলিকে ভালবাসেন বলেই নাকি শাকিব কাউকে নিচ্ছেন না যেমনটা অপুর সাথেও হয়েছিল।
অপু বিশ্বাসের কাছে সরাসরি এই সম্পর্কের কথা জানতে চাইলে অপু বলে " আমি তো এটা আগে থেকেই জানতাম। তাই শাকিবের পরিবার কে বারবার বলেছিলামও। কিন্তু কোন কাজ হয় নি।  এখন যেহেতু সম্পর্কটাই নেই তাই এ নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি শুধু আমার ছেলের প্রতি মনোযোগী হতে চাই।"
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহিত।

"ভালো থাকুক ভালবাসা গুলো" কথাটি সৃষ্টি হলেও যে অনেক ভালবাসা ভালো নেই তার জলন্ত উদাহরণ অপু বিশ্বাস

Ladies S P E E C H E S এর সাথেই থাকুন সত্যকে জানুন। 

Post a Comment

Previous Post Next Post