ছবিঃ সংগৃহীত |
গরমের দিন আসলেই নারীদের মাথার উপর আকাশ ভাঙে। গরম মানেই স্কিনের বারোটা বাজা। রোদে পোড়া ভাব, তৈলাক্ততা, ব্রণ এগুলো শুধুমাএ গরমই আমাদের উপহার দেয়।
তারপরও আমরা নিজেদেরকে সুন্দর রাখার জন্য কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালাতে পারি। কিভাবে? আসুন জেনে নেই।
রূপচর্চা-র কথা আসলেই আমাদের মাথায় আগে আসে আলুর কথা। অনেক আগের দিনকার পদ্ধতি হলেও কাজ করে বেশ তাড়াতাড়িই।
তাই আজকের পর্বটি শুধু এই একটি উপাদান নিয়েই।
আলু:
দাগ দূর করতে:
চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের তুলনা হয় না। ১ টেবিল চামচ আলুর রস ঠাণ্ডা করে তার সঙ্গে সমপরিমাণ শসার রস মেশান।
আঙুলের বা তলার সাহায্যে চোখের নিচের ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে এভাবে প্রতিদিন ব্যবহার করতে পারলে কমে যাবে ডার্ক সার্কেল।
ছবিঃ সংগৃহীত |
ত্বক উজ্জ্বল করতে:
১ টেবিল চামচ আলু-দুধের পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু (যাদের অয়েলি স্কিন তাদের জন্য চিনি), ৩-৪ ফোঁটা আমন্ড অয়েল (যাদের অয়েলি স্কিন তাদের জন্য প্রয়য়োজন নেই) ও প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক।
মুখ ও গলার ত্বকে লাগান এটি। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।
রোদে পোড়া দাগ দূর করতে:
১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে আধা টেবিল চামচ আলুর রস ও ৩-৪ফোঁটা লেবুর রস মেশান।
এক চিমটি কাঁচা হলুদও দিতে পারেন।
ভালো করে মেশান। ত্বকে ফেসপ্যাক লাগিয়ে রাখুন। আধা ঘন্টা পর ধুয়ে নিন।
ছবিঃ সংগৃহীত |
বলিরেখা দূর করতে:
অর্ধেক কাপ আলুর রসের সঙ্গে পরিমানমত পানি মেশান। টি ট্রি অয়েল মিশাতে পারেন।
ত্বক ভালভাবে পরিষ্কার করার পর মুখ ধুয়ে নিন এই মিশ্রণের সাহায্যে। দিনে দুইবার ব্যবহার করতে পারলে ত্বক টানটান হবে।
পরিষ্কারক হিসেবে:
আলুর রস বের করে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এর বেশি নয়।
নরম হাতে স্ক্রাব করুন। অতঃপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
সময়টা যে কালই হোক না কেন আলুর উপকারীতা কখনোই কমবার নয়।