photo: collected |
বর্তমান দুনিয়ায় র্স্মাট ফোন ব্যবহার করেন না এমন কাউকে হয়তো পাওয়া মুশকিল। নানান জলপনা কল্পনার মধ্য দিয়ে কদিন পর পরই নতুন মডেল ও নতুন ফিচার নিয়ে বের হয় এক একটি ফোন।
এই বছরের ফেব্রুয়ারিতে চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো একটি স্মার্টফোনের নকশা আবিষ্ককার করে।
ভিভো অ্যাপেক্স ফোনটির সামনের দিকজুড়ে পুরোটাই ছিল ডিসপ্লে। বলতে গেলে এই ফোনটিই সম্পূর্ণ ‘বেজেল-লেস ডিসপ্লে’ ফোন। যা কিনা এবারই আবিষ্কার করা হল।
সেই সঙ্গে ফোনের পর্দাতেই রয়েছে আঙুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সেন্সর।
পুরো পর্দার ফোন হিসেবে সবচেয়ে আলোচিত আইফোন টেন এবং শাওমি মি মিক্স—কোনোটারই সামনের অংশের পুরোটা পর্দা নয়।
এ ধারণা নিয়ে দীর্ঘদিন প্রযুক্তি অঙ্গনে আলোচনা চললেও ভিভোই সবার আগে কাজটি করে দেখিয়েছে।
এ ধারণা নিয়ে দীর্ঘদিন প্রযুক্তি অঙ্গনে আলোচনা চললেও ভিভোই সবার আগে কাজটি করে দেখিয়েছে।
প্রধানত বাজারে আসা পুরো পর্দার প্রায় সব ফোনের সামনে ক্যামেরা রয়েছে। আর এখানেই একটু ভিন্ন রূপে কাজ করেছে ভিভো অ্যাপেক্স।
ফোনটির সামনের অংশ পুরোটাই একটি ডিসপ্লে। আর এর সামনের ক্যামেরা রয়েছে ফোনটির ওপরের অংশের ভেতরে। যা কিনা একেবারেই ভিন্নতা প্রককাশ করে।
photo: collected |
ক্যামেরা:
৮ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে মোটর রয়েছে। ক্যামেরা চালু করলেই সামনের ক্যামেরা নিজ থেকেই বাইরে বেরিয়ে আসে।
পেছনে থাকছে ১২/৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
৮ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে মোটর রয়েছে। ক্যামেরা চালু করলেই সামনের ক্যামেরা নিজ থেকেই বাইরে বেরিয়ে আসে।
পেছনে থাকছে ১২/৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
এ ছাড়া ভিভো নেক্সে থাকছে ৬.৫৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফোনের ৯১.২৪ শতাংশ জায়গাজুড়ে রয়েছে।
পর্দার মধ্য দিয়েই আঙুলের ছাপ গ্রহণ করতে পারে এই ফোনটি।
আর সামনের স্পিকারের জন্য ভিভো ব্যবহার করেছে স্ক্রিন সাউন্ড-কাস্টিং প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে প্রচলিত স্পিকার বাতিলের পাশাপাশি শব্দের মানও উন্নত করেছে ভিভো।
নতুন সব ফিচার ছাড়াও ভিভো নেক্সে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর
এবং এড্রেনো ৬৩০ গ্রাফিকস প্রসেসর।
এবং এড্রেনো ৬৩০ গ্রাফিকস প্রসেসর।
ফোনটিতে ৮ গিগাবাইট র্যামের সঙ্গে রয়েছে ২৫৬ গিগাবাইট জায়গা।
তবে এই শক্তিশালী ফোনটির জন্য মাত্র ৪০০০ মিলি অ্যামপিয়ারের ব্যাটারী। যা একটু কম মনে হয় বলে অনেকেই জানিয়েছেন।
তবে এই শক্তিশালী ফোনটির জন্য মাত্র ৪০০০ মিলি অ্যামপিয়ারের ব্যাটারী। যা একটু কম মনে হয় বলে অনেকেই জানিয়েছেন।
সূত্র: ম্যাশাবল