photo: collected |
আমি বোরখা পরি।কিন্তু মুখ ঢাকতে পারি নাহ।কারণটা হল আমি চশমা পরি।চশমা বাদে আমি চোখে দেখি নাহ। চশমা পরে মুখ ঢাকলে নিশ্বাস এর জন্য চশমা গোলা হয়ে যায়।অনেক বার চেষ্টা করেছি কিন্তু আমি ফেইল হই মুখ ঢাকতে।
এখন সেসব বোনদের কাছে আমার প্রশ্ন যারা মুখ ঢাকে এবং চশমা পরে।তারা কীভাবে মুখ ঢাকে বা নিকাব পরিধান করে।এই সমস্যা সমাধান করা যায় একটু বলবেন।
উপকৃত হতাম।
প্রশ্নকারীঃ জান্নাতুল ফেরদৌস প্রীতি