বাংলাদেশ সময় ঠিক ১২ টায় খেলা শুরু হয় ব্রাজিল বনাম বেলজিয়ামের সাথে। এই দিন বেশি আগ্রহভরে খেলা দেখে আর্জেন্টাইন সমর্থকরা।
কারন তারা মনে প্রানে চাচ্ছিল তাদের টিমের মত ব্রাজিলও বেলজিয়ামের সাথে হেরে যাক এবং ঘটেছেও তাই। ব্রাজিল ১-২ গোলে বেলজিয়ামের সাথে হেরে যায়। সাথে সাথে তাদের বিশ্বকাপ তথা সেমিফাইলও শেষ হয়ে যায়।
তবে যাই হোক আজ নেইমার তেমন বেশি অভিনয় করেননি। কিন্তু তার জন্য আজকের দিনটি ছিল খুব কষ্টের এবং বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জন্যও ছিল কান্নার।
তবে যাইহোক ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে সিটকে যাওয়ার কারনে বাংলাদেশে বিশ্বকাপের প্রতি যেই আগ্রহ সেটি আর থাকল না।
এখন দেখার বিষয় বিশ্বকাপ ফাইনালে কে কে খেলে এবং কোন দেশ বিশ্বকাপ জয়ী হয়।
Tags:
sports