রোদে পোড়া ত্বকের জন্য করণীয় ২

গরম মানেই রোদের খেলা। এ সময় বাইরে গেলে ত্বকের ক্ষতি হবেই। যত দামি সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন ত্বক কালো হবেই।
তাই শুধু সানস্ক্রিনই না এ গরমে হোক ঘরোয়া কিছু যা আপনার ত্বকের কালচে ভাবকে দূর করবে।
photo: collected

রোদে যাওয়ার আগে মুখের ও হাত পায়ের ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। এবং  ময়েশ্চারাইজার লাগানোর পর  সানস্ক্রিন ব্যবহার করুন এবং রোদে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। 
বাসায় ফিরেই আলু পেস্ট করে মুখে ম্যাসাজ করুন। এতে কালো ভাব দূর হবে। এবং রোদে পোড়ার ফলে যে জালাপোড়া হওয়ার কথা তা আর হবে না।
দিনে অন্তত দুবার ঠান্ডা পানি দিয়ে গোসল করুন।
অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখে। তাই বাসায় ফিরেই ঠান্ডা অ্যালোভেরার রস মুখে ম্যাসাজ করুন। এতে পোড়া দাগ দূর হয় পাশাপাশি ত্বক নরম ও মসৃণ ও হয়।
ওটমিল। যা খেয়ে আমরা ওজন কমাই। এটি দিয়েও পোড়া ত্বকের সমস্যার সমাধান হয়।এটি সামান্য পানিতে মিশিয়ে পুরো শরীরে ম্যাসাজ করুন তারপর গোসল করুন।
photo: collected

রোদে পোড়া ভাব দূর করার জন্য ঠান্ডা দুধ মুখে লাগিয়ে ম্যাসাজ করুন এতে করে পোড়া ভাবের পাশাপাশি জ্বালাপোড়াও কমবে।
প্রতিদিন তুলোয় ভিনেগার নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন। এতে ত্বকের কালচে ভাবটা অনেকখানি দূর হবে। 
পুদিনা পাতা প্রাকৃতিকভাবেই ঠান্ডা। তাই বাইরে যাওয়ার আগে এক গ্লাস পুদিনা পাতার জুস খেয়ে গেলে ত্বক থাকবে ঠান্ডা।
৩-৪ টি শশার টুকরা পেস্ট করে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে করে পোড়া ভাব দূর হবে।
টি ব্যাগ ও বরফ খুব সহজেই পোড়া ভাব দুর করে।
Previous Post Next Post