সর্বশেষ সংবাদ। ফিরছেন সাবিলা নূর।

২০১৭ সালের কন্ট্রোবার্সির পর এই ২০১৮ সালে সাবিলাকে পাওয়া যায় নি। কিন্তু গতকাল সাবিলার ইন্সটাগ্রাম আইডি থেকে সাবিলা একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে সাবিলা daraz এর ডিসকাউন্ট এর অংশ ১১.১১ নিয়ে কথা বলার জন্য ফেইসবুক লাইভে আসবেন বলে জানিয়েছেন।

যাই হোক খুব অল্প দিনের মধ্যে সাবিলা টিনেইজদের মনে জায়গা করে নিয়েছিলেন। আশা করা যায় এটা তার দ্বিতীয় বারের মত ক্যারিয়ারের শুরু। কিছুদিন অাগে সাবিলা বলেছিলেন ভাল কাজ পেলে হয়তো করবেন। হয়তো এটা দিয়েই শুরু।

এরই মধ্যে সাবিলা এক কোম্পানীতে চাকরি পেয়েছেন এবং সেটি করছেন ও। তবে এ প্রসঙ্গে তাকে প্রশৃন করায় তিনি বলেনঃ নতুন কিছুর চেষ্টা করছি। কিন্তু সাবিলার মায়ের ইচ্ছা সাবিলা নাটক এবং ছবিতে কাজ করে অনেক সুনাম অর্জন করুক। কিন্তু সাবিলা বলছেন খুব ভাল কাজ না হলে আর করবেন না। তিনি নাকি বেঁছে বেঁছে কাজ করতে চাইছেন।  
ছবিঃ সাবিলা নূর।

Previous Post Next Post