সবার কেন এত প্রিয় সালমান? অজানা ১০ টি তথ্য। পড়ে দেখুন কতটা জানেন আপনি সালমানকে?

বলিউড এর অন্যতম প্রিয় একটি মুখ হচ্ছে সালমান খান। কিছু দিন পর পরই হেডলাইনে আসেন কাউকে সাহায্য করার ছবি নিয়ে। বলিউডের এই খান তার অভিনয় প্রতিভা দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

আসুন জেনে নেই অজানা ১০টি তথ্যঃ

১. এই খানের ছোটবেলার স্বপ্ন ছিল লেখক হওয়া। কিন্তু তার ভাগ্য হয়তো তাকে আরো বেশি কিছুই দিয়েছে।
২. সালমান খান সাবান অনেক পছন্দ করেন। হুম ঠিকই পড়ছেন। তাই সালমানের বাথরুমে রয়েছে অনেক সাবানের কালেকশন। 
৩. এটা সালমানের মেয়ে ফ্যানদের জন্য লিখছি। ৪২, ৩০ ও ১৭ ইঞ্চি হচ্ছে সালমানের বুক, কোমর ও বাহু এর মাপ।
৪. বলিউডের এই খান ইচ্ছা করলেই একজন সাঁতারু হতে পারতেন। কারণ ছোট বেলা থেকেই সালমান সাঁতারে দক্ষ ছিলেন।
৫.এক থা টাইগার ও টাইগার জিন্দা হে এই মুভি দুটি তে ক্যাট এর ছবি সালমান নিজে বানিয়েছিলেন।
৬.সালমানের তিনটি শখ রয়েছেঃ ছবি আকাঁ ও তোলা ও গান গাওয়া।
৭. সালমান ট্রিজেমিনাল নিউরালজিয়া রোগে আক্রান্ত তিনি। এটি মুখের স্নায়ুর জনিত সমস্যা।
৮.'বীর’ ও ‘চন্দ্রমুখী’ এই সিনেমা দুটির কাহিনী লিখেছেন সালমান নিজে।
৯.সিলভেস্টার স্টালিওন ও হেমা মালিনী সালমানের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। 
১০.  বাজরাঙ্গি ভাইজান মুভির সুটিং এ গোটা ইউনিট নিয়ে বাড়ির পর বাড়ি রং করেছেন সালমান। 


ছবিঃ সালমান খান।



Previous Post Next Post