জনস্বার্থে সরকারকে কর দিতে হলেও এরকম অনেকেই আছেন যারা কর ফাঁকি দিয়ে চলেন। কিন্তু এবার বাংলাদেশে ঘটেছে একটু অন্যরকম কাহিনি। এ বছর প্রকাশিত হল সেরা করদাতাদের নাম। এই তালিকাভুক্তি নামের মধ্যে আছে তিনজন অভিনয় শিল্পী ও তিন জন সংঙ্গীত শিল্পীর নাম।
এরমধ্যে তিন জন সংঙ্গীত শিল্পীর নাম হল রুনা লায়লা, তাহসান খান ও এসডি রুবেল। জেনে রাখা ভাল রুনা লায়লা এ নিয়ে দ্বিতীয়বারের মত সেরা করদাতা হয়েছেন এবং তাহসান খান এবং এস ডি রুবেল এই প্রথমবারের মত সেরা করদাতা হলেন। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেনঃ "এটাতো আমাদের পরম দায়িত্ব। তাই সবারই কর দেওয়া উচিত। আমাকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করায় আমি খুবই খুশি।"
অন্যদিকে অভিনয় শিল্পীদের মধ্যে আবুল হায়াত, এম এ জলিল অনন্ত ও মাহফুজ আহমেদ সেরা করদাতার খেতাব পেয়েছেন। মাহফুজ প্রথমবার সেরা করদাতা হওয়ায় খুবিই আনন্দিত এবং বলেছেনঃ "আমার অনেক টাকা এমনটি নয়। এটা আমার দায়িত্ব। দেশের উন্নয়নে একটু হলেও অবদান রাখতে পারলাম বলে ভাল লাগছে।"
এনআরবি কতৃক প্রকাশিত।
ছবিঃরুবেল,তাহসান,রুনা লায়লা,জলিল অনন্ত,মাহফুজ,আবুল হায়াত। |
Tags:
International