লেগুনা চাপায় শিশু নিহত। চালক কারাগারে!

চালকের নাম সোহাগ মোল্লা। রাজধানীতে লেগুনা চাপায় মৃত্যু হয় সাত বছরের এক শিশুর। সেই হত্যার আসামী হচ্ছে সোহাগ মোল্লা। এই মামলায় গ্রেপ্তারকৃত চালককে পাঠানো হয় আদালতে। সোমবার আদালত থেকে তাকে পাঠানো হয় কারাগারে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (হাজারিবাগ) জানান'  চালকের ড্রাইভিং লাইসেন্স ও লেগুনার ফিটনেস সার্টিফিকেট কোনটাই পাওয়া যায়নি।'
গত রোববার বিকেলে বেড়িবাঁধ রোডে লেগুনা চাপায় মারা যায় শিশু মোস্তাফিজুর রহমান। শিশুটির বয়স ছিল মাএ সাত বছর। আর এই ঘটনায় শিশুর মা মৌহুদা বেগম চালক সোহাগের বিরুদ্ধে একটি মামলা করেন।

মজার ব্যপার হচ্ছে গত ৪ সেপ্টেম্বর  (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া রাজধানীর প্রধান সড়কগুলোয় লেগুনা চলবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ৬ সেপ্টেম্বর থেকেই প্রধান সড়ক গুলোতে লেগুনা লক্ষ্য করা যায়।

এদিকে আবার হাজারীবাগ থানার ওসি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লেগুনাগুলো
এখনো চলছে। আবারো লেগুনা চাপায় মানুষ মরল। তাই এমন দৃষ্টান্ত মূলক শাস্তি ব্যবস্থা করতে চাই যাতে চলকেরা সাবধান হয়ে যায়।
শিশু মোস্তাফিজের মা মৌহুদা বেগম বলেন, ‘মোস্তাফিজ একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাএ ছিল। খেলার জন্য বাড়ি থেকে বের হয়। অতঃপর এ ঘটনাটি ঘটে'। শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলেও সে চিকিৎধীন অবস্থায় মারা যায়। 

ছবিঃ সংগ্রহিত।

Previous Post Next Post