এরই মধ্যে মাশরাফি মনোনয়নপএ নিয়েছেন আওয়ামী লীগ এর হয়ে। সত্যি সত্যি যদি মনোনয়ন পেয়ে যান তাহলে কিভাবে কেলবেন মাশরাফি? এ নিয়েই অনিশ্চয়তার মধ্যে আছে বিসিবি।
ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলের-২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামী ৩০শে ডিসেম্বর নিবার্চন। তিনি যদি মনোনয়ন পেয়ে যান তাহলে সিরিজ খেলার অনিশ্চয়তা রয়েছে। ক্যািবীয়দের বিপক্ষে ওয়ানডে সিটিজ রয়েছে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।
বিসিবি সভাপতি জানিয়েছেন মাশরাফির কাছে খেলাটা সব সময় প্রাধান্য পাবে। আজকে মাশরাফির সঙ্গে দেখা হলে বিস্তারিত আলোচনা করব। যদি একদিন ও সময় পায় সেই একদিন ই সে খেলবে।
ছবিঃ মাশরাফি বিন মুর্তজা। |
Tags:
sports