দীপিকা ও রণবীর কাপুরের গত ১৪ তারিখ বিয়ে হয়। কিনৃতু সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় নি। এই নিয়ে তাদের ফ্যানদের মধ্যে রয়েছে একটু বিষন্নতা
আসল ছবি না পাওয়া গেলেও ইন্সটাগ্রাম ফেইসবুক ও টুইটার এ ফটোশপ এর নকল কিছু ছবি পাওয়া যায়।
তবে এটা জানা যায় দীপিকা সাবয়্যাসাচির ডিজাইন করা পোশাক পড়েছেন তার বিয়েতে।
দীপিকা ও রণবীর দুইজন দুই গোএ এর হওয়ায় তাদের বিয়েটাও দুই দিন মিলিয়ে বিয়েটা হবে। অর্থাৎ আজকেও তাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে।
আসল ছবি না পাওয়া গেলেও ইন্সটাগ্রাম ফেইসবুক ও টুইটার এ ফটোশপ এর নকল কিছু ছবি পাওয়া যায়।
তবে এটা জানা যায় দীপিকা সাবয়্যাসাচির ডিজাইন করা পোশাক পড়েছেন তার বিয়েতে।
দীপিকা ও রণবীর দুইজন দুই গোএ এর হওয়ায় তাদের বিয়েটাও দুই দিন মিলিয়ে বিয়েটা হবে। অর্থাৎ আজকেও তাদের বিয়ের অনুষ্ঠান রয়েছে।
ছবিঃদীপবীর |
Tags:
Entertainment