আর মাএ হাতে গোনা কটা দিন। তারপরইতো ১৪ ও ১৫ নভেম্বর।মানে দীপিকার ও রণবীর সিং এর বিয়ের দিন। লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলাতে(ইতালি) বিয়ের আসরে বসবেন এই যুগল। সময়টা যেহেতু খুবই কম তাই দীপিকার বেঙ্গালুরু এর বাসা বিয়ের পূর্ব রীতিগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দীপিকার বাসায় নন্দী পূজার আয়োজন করা হয়েছে। সেই ছবিই দীপিকা ছেড়েছেন ইন্সটাগ্রামেে।
ছবি ও সাজ দেখে বোঝা যাচ্ছে দীপিকার বিয়ের রীতিগুলো দক্ষিনের রীতি মেনেই করা হচ্ছে। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা কমলা রঙের কুর্তি পড়ে দীপিকা পূজায় বসেন। ছবিতে আরো দেখা যায় দীপিকা পূজায় মাথা নিচু করে বসে আছেন। ছবির ক্যপশনে লিখা 'নতুন জীবন শুরু'।
বিয়ের দিনগুলোতেও দীপিকা সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পড়বেন। বলিউড থেকে শোনা যাচ্ছে দীপিকা ও রণবীর তাদের বিয়ের মাএ ৩০ জন মানুষকে দাওয়াত করেছেন।
দীপবীর মুম্বাইয়ে ও বেঙ্গালুরু এই দুই জায়গাতেই রিসিপশন করবেন। রামলীলা মুভির ৫ বছর পূর্ত উপলক্ষে ১৫ নভেম্বর তারিখ টিকে বেছে নেওয়া হয়েছে।
ছবি ও সাজ দেখে বোঝা যাচ্ছে দীপিকার বিয়ের রীতিগুলো দক্ষিনের রীতি মেনেই করা হচ্ছে। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা কমলা রঙের কুর্তি পড়ে দীপিকা পূজায় বসেন। ছবিতে আরো দেখা যায় দীপিকা পূজায় মাথা নিচু করে বসে আছেন। ছবির ক্যপশনে লিখা 'নতুন জীবন শুরু'।
দীপবীর মুম্বাইয়ে ও বেঙ্গালুরু এই দুই জায়গাতেই রিসিপশন করবেন। রামলীলা মুভির ৫ বছর পূর্ত উপলক্ষে ১৫ নভেম্বর তারিখ টিকে বেছে নেওয়া হয়েছে।
ছবিঃ নন্দী পূজায় দীপিকা ও তার বন্ধুরা |
Tags:
Entertainment