ব্রেকিং নিউজ! রণবীর কাপুর ও আলিয়া ভাট এর বিয়ে!

বিয়ের মৌসুমে আরো একটা বিয়ে। জী কথা বলছি রণবীর কাপুর ও আলিয়া ভাট এর কথা।
একদিকে রণবীর বলছেনঃ সবকিছুই নতুন লাগছে। অনেক রোমান্টিকতার মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা এখন। পুরানো সব নতুন লাগে। একসাথে সময় কাটানোটা খুব ভাল লাগে।
আবার আলিয়া কফি উইথ কারান এ বলেছেনঃ বিয়েটা এ বছরই করতে চাই।
প্রিয়াঙ্কা আর দীপিকার বিয়ের মৌসুম চলছে। বিয়েটা তারা কবে করছেন তা জানা যায় নি। কিন্তু এর মধ্যেই যে পরিবারের মধ্যে সব কথা হয়ে গেছে তা সবারই জানা। ইতিমধ্যেই পরিবারের মানুষদের সাথে প্রায় আলিয়াও রণবীরকে একসাথে দেখা যায়।
ছবিঃ রণবীর ও আলিয়া
Previous Post Next Post