জাতির উদ্দেশ্যে মাশরাফি বিন মর্তূজার সংবাদ সম্মেলন বললেন বঙ্গবন্ধুই আমার আদর্শঃ মাশরাফি বিন মর্তূজা
নিউজ ডেস্কঃ বহু প্রতিক্ষিত মাশরাফি বিন মর্তূজার সংবাদ সম্মেলন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানদের অনুশীলন শেষে মিরপুর জাতীয় স্টেডিয়ামে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অনেক অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হন, যা তার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম। তিনি অনেক খোলামেলা কথা বলেন। মাশরাফি বিন মর্তূজা বলেন বঙ্গবন্ধুই আমার আদর্শ। তাই আওয়ামীলীগ থেকে তিনি নির্বাচন করবেন নড়াইল ২ আসন থেকে।
তাকে প্রশ্ন করা হয়, আপনি সমগ্র বাংলাদেশের আইকন, তাহলে কেন শুধু নড়াইল বাসীর উন্নয়ন করতে চাচ্ছেন?
উত্তরে মাশরাফি বিন মর্তূজা একটু হেসে বলেন , আমি মাশরাফি বিন মর্তূজা শুধু নড়াইলের উন্নয়ন করে সারা দেশের কাছে নড়াইলকে মডেল হিসেবে দেখাতে চাই।
মাশরাফি বিন মর্তূজা আরও বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই। আর নড়াইল বাসীকে কিছু দিতে পারলে আমার দেশকেই দেওয়া হবে কারন নড়াইল বাংলাদেশের বাইরে নয়।
মাশরাফি বিন মর্তূজা আরও বলেন ভালো কাজ করতে চাই যেন দেশের মানুশ আমাকে মনে রাখে। আমি বিএনপি জামাত আওয়ামীলীগ সবাইকে সাথে নিয়েই কাজ করব।
মাশরাফি বিন মর্তূজা আরও বলেন সবাই মিলে কাজ করলে যেকোন কাজ অনেক সহজ হয়ে যায়।
মাশরাফি বিন মর্তূজা বলেন, আমি পরিবর্তন চাই। কাদা ছোড়াছুড়ি দেখতে চাই না। আমার বিশ্বাস বাংলাদেশ যেদিন ৫০ বছর পূর্তি পালন করবে বিশ্বের মানুষ দেখবে যে আমরা কতটা দেশপ্রেমিক, এবং কতটা ইউনাইটেড।
মাশরাফি বিন মর্তূজা বলেন, আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ
দেখুন বহু প্রতিক্ষিত মাশরাফি বিন মর্তূজার সংবাদ সম্মেলন
Tags:
sports