সময় আসে নি তবে আসবে। নিজেকে প্রকাশ করুন।

এখনো সময় আসে নি জায়গায় জায়গায় যেয়ে খাবার টেস্ট করার। সময় আসে নি শত শত ছবি তোলার। সময় আসে নি চিন্তামুক্ত শুধু একদিন কাটাবার। 
কিন্তু হয়তো আসবে। হয়তো সময় পরীক্ষা নিচ্ছে। ভাল সময় আসবে আবার নাও আসতে পারে। সম্পর্ক টা অনেক বছরের ছিল এখনো চলছে। এখন আত্মার সম্পর্ক। 
সারদিন কত চিন্তা কত জলপনা কল্পনা কত ল্যাভিস চিন্তা ভাবনা। পূরন হতেও পারে নাও হতে পারে। সব আল্লাহর হাতে। বাবার কাছ থেকে সোনায় মুড়ে যার পাজর থেকে তৈরি তার ঘরে এসেছি। 
সময় ভাল হোক আর না হোক এতটুকু জানি জানুয়ারির ৫ তারিখে যখন মেহেদি হাতে বিয়ের রেজিস্ট্রেশনের খাতায় সই করেছিলাম তখন তার প্রতি আমার কোন সন্দেহ ছিল না আজও নেই।
আমি জানি কেউ একজন আমার জন্য খুব চিন্তা করে। সে সময়ে সময়ে ভাবে আমি তার সাথে ভাল আছি কিনা৷ আমি কি চাই। হুম তার সাথে আসলেও ভাল আছি। শুধু তার মাথায় আসা চিন্তার বোঝা গুলো আমাকে অসহ্য করে তোলে আমি বিয়ের আগে তাকে বলেছিলাম আল্লাহর কাছ থেকে আমি সব কিছু চেয়ে আনব তার জন্য। কতটুকু করতে পারি বা পারব জানি না কিন্তু এই ভালবাসা নিয়ে সাথে থাকতে চাই মৃত্যর আগে ও পরে পযর্ন্ত। জান্নাতে যাওয়ার সময় যেন বলতে পারে ঐ যে উনি আমার সাথি। আমি দুনিয়াতে উনার সাথে ভাল ছিলাম, খুব ভাল ছিলাম। আমি উনাকে নিয়েই জান্নাতে বিচরণ করতে চাই। প্লিজ আপনি আমাদেরকে একসাথে থাকার অনুমতি দিন। 
হয়তো এইদিনের কথা ঐদিন মনেও থাকবেনা। কিন্তু মনের কিছু ইচ্ছা থাকে যা ভাষায় প্রকাশ পেলে ভাল লাগে৷ সত্যিই খুব ভাল লাগে। কিছু না পাওয়ার থেকে যদি মনে কোন কথা আসে তা বলে ফেলায় ভাল তাহলে দুঃখ টা থাকে ভয়ংকর আগুন হয় না। যেমন এখন আমারও দুঃখ নেই কিছু কথা আমার দুঃখ টাকে পরকালের স্বপ্নের আকার দিয়েছে।
তাই লেখার বা বলার মাধ্যমে নিজেকে প্রকাশ করুন।
Previous Post Next Post