রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বহুল আলোচিত ও আকাঙ্ক্ষিত বায়োপিক 'সাঞ্জু' অবশেষে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল।
গত শুক্রবার অনেক আশা ও জলপনা কল্পনার অবসান ঘটিয়ে সব ছবি মহলে প্রদর্শনের জন্য ইউ/এ সার্টিফিকেট পেয়ে উন্মুক্ত হল 'সাঞ্জু'।
সপ্তাহ খানেক আগে ছবিটি বোর্ডের সামনে প্রথম প্রদর্শিত করা হয়। কিন্তু কোন কারণবশত সেটিকে ক্লিন-চিট দিতে নারাজ ছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা।
ছবিটিকে দেখে মনে হয়েছে, এটি মুন্না ভাই-এর নতুন একটি রূপকে প্রকাশ করে। নায়ক একজন খারাপ মানুষ হলেও, তাঁর মন খুব ভালো।
এখানে প্রধান চরিত্রের একজন বন্ধু আছে, যে সব কাজে তাঁকে সাহায্য করে যাকে সার্কিট-ক্যারেক্টার বলা হয়েছে। এমনটাই মন্তব্য ব্যক্ত করেছেন সেন্সর বোর্ডের সদস্যগণ।
তাই এটা কিভাবে একটি বায়োপিক হয়- বা কিভাবে এটিকে বায়োপিক বলা হল এমন প্রশ্নও করা হয়েছে।
আর এটা প্রমাণ করতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়াকে। এগুলো ছাড়াও আরো অনেক কাঠ খড় পেরিয়ে মুক্তি দ্বারে আনতে হয় 'সাঞ্জু'কে।
সূত্র : ডেকন ক্রনিকল
Tags:
Entertainment