রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আর্জেন্টিনা। কিন্তু এরই মধ্যে একটাই প্রশ্ন উঠে এসেছে , ৩১ বছর বয়সী লিওনেল মেসির কি এটাই শেষ বিশ্বকাপ?
তাহলে কি ফেরেঙ্ক পুসকাস কিংবা ইয়োহান ক্রুয়েফের ভাগ্যে যা ছিল তাই হতে যাচ্ছে মেসির সাথে।
কাতার বিশ্বকাপে আসতে আসতে মেসি পা রাখবেন পঁয়ত্রিশে। তখনো কি তাকে দেখা যাবে আর্জেন্টাইন দলে?
এই প্রশ্নের জবাব এখনো পাওয়া যায় নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম গুলোতে এখনই জোরেসোরে গুঞ্জন চলছে, মেসির অবসর এর ব্যাপারটি। বিশ্বকাপটা কি তাহলে জেতাই হলো না মেসির?
ছবিঃ সংগৃহিত |
ফ্রান্সের বিপক্ষে হারের পর মেসির মাঠ ছাড়ার দৃশ্যটা দেখেছেন কি? সব কষ্ট আর ব্যথার প্রতিচ্ছবি ওই মুখখানা। নাহ, এবারও হলো না!
এবার যেহেতু হলো না তাহলে আর কবে? গত মার্চেই এই প্রশ্ন ছুড়েছিলেন মেসি। সংবাদমাধ্যমকে ইঙ্গিত দেয়ে গেছেন যে, ‘রাশিয়ায় বিশ্বকাপ জিততে না পারলে জাতীয় দল ছেড়ে দেওয়াই হবে একমাত্র পথ।’
কিন্তু বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে ভাবনাটা উল্টে ফেলেন এবং বলেন, ‘বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের হয়ে আমি খেলে যাব'
অনেক আশা নিয়ে সম্ভবত এ কথাটা বলেছিলেন লিও। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত এ কথাই বলা হচ্ছে।
বেশির ভাগের যুক্তিটা হলো, মেসি এর আগেও অবসর ঘোষণা করেছিলেন। সেই অবসরের ইঙ্গিতটা পাল্টেছে বিশ্বকাপ শুরুর কদিন আগে।
ছবিঃ সংগৃহিত |
আর এবার যেহেতু শেষ ষোলো থেকেই বিদায় ঘটল তাই সিদ্ধান্তটা যে পাল্টাবে না এমন তো নাও হতে পারে।
তবে আর্জেন্টিনার হয়ে আজ নকআউট পর্বে গোল দিতে পারেননি লিও। সত্যিই, বিশ্বকাপের নকআউট পর্বে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি গোলের মুখ দেখেননি!
সময়ের হিসেব করলে তা হবে ৭৫৬ মিনিট।
এই খরা কেটে যাবে নাকি বেড়ে যাবে, নাকি এখানেই থেমে রইবে তা মেসির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আপাত পক্ষে আর্জেন্টাইন সমর্থকেরা ভাবতেই পারেন, বিশ্বকাপটা জেতাই হলো না মেসির।
Tags:
sports