রেখা পুরো নাম "ভানুরেখা গণেশন"। সিনেমার যাএা শুরু হয় ১৯৭৩ সালে এবং আলোচনায় আসেন ১৯৯৬ সালে Kamasutra: A Tale Of Love বোল্ড একটি ছবির দ্বারা।
তিনি ইন্ডিয়ান, তামিলিয়ান ও মালায়াম ছবি মিলিয়ে মোট ১৮০ টি ছবি করেছেন। সর্বশেষ ৬০ বছর বয়সে তিনি আরেকটি ছবি করেছেন (সুপার নানী)। যা ২০১৪ সালে প্রকাশ পায়।
এবারের ১০ই অক্টোবরের তিনি ৬৪ বছরে পা রাখবেন।
১৯৯০ সালে বিয়ে করে ১৯৯১ সালে তার স্বামী মুখেশ আগারওয়াল আত্মহত্যা করেন। সংসার জীবনের এক বছর ও কাটাতে পারেননি তারা একএে।
রেখা বাস্তব জীবনোর মতই ছবিতেও অভিনয় করে গেছেন একজন শক্ত সাহসী নারীর চরিএে। সৌন্দর্যের মোহনায় আজও সেরা।
এই সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হলে রেখা উত্তর দেয় "প্রতিটি মানুষই তার নিজ নিজ দিক দিয়ে সুন্দর। আর সেটা যদি চর্চার মধ্যে থাকে তা আরো ফুটে ওঠে। আমরা যারা অভিনয় জগতে কাজ করি তাদেরকে সুন্দর রাখার জন্য কিছু মানুষ অক্লান্ত শ্রম দেয়।"
স্বামী নেই তবু নিজেকে এত গুছিয়ে কিভাবে রাখেন এর উত্তরে রেখা বলেন" একটি মেয়ের গন্ডি স্বামীর দুনিয়াতেই শুরু ও হয় না শেষ ও হয় না তাই নিজেকে যে গুছানো যাবে না এমনটাত নয়।"
রেখা আজও যে এভার গ্রিন তার প্রমাণ মিলল ২৫ জুন আইফা এওর্য়াড এর ভাইরাল হওয়া এই ভিডিওটিতে