রাশিয়া বিশ্বকাপ থেকে আজ বিদায় নিল আর্জেন্টাইন দল। মেসির বিদায় সবাইকে কষ্ট দিয়েছে বললে ভুল হবে সবাইকে কাদিয়েছে বটে।
ফ্রান্সের বিপক্ষে হারের পর আর্মব্যান্ড খুলতে খুলতে মেসির মাঠ ছাড়ার দৃশ্যটা কেই বা ভুলতে পারবে। আবার লোক কথায় এও শোনা যায় যে এটা লিওর শেষ বিশ্বকাপ। তবে এটা কতটুকু সত্য তা একমাএ লিও জানেন।
মেসির সেই দৃশ্য দেখে ব্রজিল খেলোয়াড় নেইমার ও নিজেকে ধরে রাখতে পারেননি। তাই খেলা শেষ হওয়ার পর পরই নেইমার টুইট করেছেন: 'তুমি ভালো খেলেছ লিও। হতাশ হয়ো না। বিশ্বকাপের মাঠে আবারো তোমাকে চাই।'
কে জানে এটা কি মেসির শেষ বিশ্বকাপ নাকি? যদি না হয় মেসি কি আগামিতে পারবে নকআউট পর্ব পেরিয়ে
এগিয়ে যেতে?
এগিয়ে যেতে?
Tags:
sports