Photo: Collected |
রাশিয়া বিশ্বকাপ ২০১৮।
লোকমুখের গুঞ্জনে শোনা যায় মেসি নাকি বিদায় নিচ্ছেন এবার। অর্থাং এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়তো।
কিন্তু তার সাথে বিদায়ের গুঞ্জন আরেকজনের জন্যও রয়েছে। তিনি হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
একজন পর্তুগিজ ফুটবলার। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে রোনালদো বর্তমান সময়ের সেরা খেলোয়াড় এবং তিনি সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন হিসাবে গণ্য হয়ে থাকেন।
আগামী বিশ্বকাপে রোনালদো হয়ে যাবেন ৩৭। তাই না খেলার ইঙ্গিতটাই বেশি শোনা যাচ্ছে।
তাই দুঃখ প্রকাশ করছেন রোনালদো প্রেমীরাও।
Tags:
sports