বর্তমান সুন্দরবনে বাঘের সংখ্যা কত?

বতর্মানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? 

photo: collected 

বতর্মানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি তা নিয়ে একটি জরিপ চালানো হয়। এর প্রেক্ষিতে বন সংরক্ষক জাহিদুল কবীর বলেন, ‘আমার মতে হচ্ছে, সুন্দরবনের বাঘের সংখ্যা কমেনি।
২০০৪ সালে বন বিভাগ থেকে জানানো হয়েছিল, বাঘের সংখ্যা ৪৪০।
২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল জানান বাঘের সংখ্যা ২০০। অর্থাৎ মাত্র দুই বছরে বাঘ কমেছে ২৪০টি ।
photo: collected 

২০১০ সালে বন বিভাগ থেকে জানানো হয় বাঘের সংখ্যা ৪০০ থেকে ৪৫০। অর্থাৎ চার বছরে বাঘের সংখ্যা বেড়ে গেল।
২০১৫ সালে বন বিভাগ থেকে জানায়, বাঘের সংখ্যা ১০৬ ও ভারতসহ মিলিয়ে পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ১৭০ টি।
২০১৬ সালপে ভারতের পক্ষ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ অংশে বাঘের সংখ্যা ১০০, কিন্তু বাংলাদেশের ফলাফল জানা হল না।
২০১৫ সালে ১০৬, ১২২, ১৩০ তিন বার ভিন্ন বাঘের সংখ্যার কথা বলা হয়।
সুতরাং আসলে সুন্দরবনের কতটি বাঘ রয়েছে তা আজও পরিষ্কার নয়।
সূএ: প্রথম আলো
Previous Post Next Post