পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২০১৮।

আজ রাত ১১টায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ!

পৃথিবীতে আজ এই শতাব্দীর সবচাইতে দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। আকাশে মেঘের খেলা না তা বাংলাদেশ থেকেও দেখা যাবে।
photo: collected 

বলা হচ্ছে ১০৩ মিনিটব্যাপী স্থায়ী হতে যাচ্ছে এই চন্দ্রগ্রহণটি।
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ১৮ বছর পর পর দেখা যাচ্ছে। বিগত কিছু বছর আগে অর্থাৎ ২০০০ সালের ১৬ জুলাই ১০৬ মিনিট স্থায়ী গ্রহণের পর এটি আবার হচ্ছে ২০১৮ সালে।
আবহাওয়া র জলবায়ু মহাশাখা হতে জানানো হয়েছে যে, চন্দ্রগ্রহণের সময় প্রায় পাঁচ ঘণ্টা। এ সময়ে আলো-আন্ধকারে ঢাকা থাকবে চাঁদ।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে ৬ সেকেন্ড থেকে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ।
photo: collected 

পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদকে বলা হয় ‘ব্লাড মুন’।
কারণ পৃথিবী থেকে চাঁদকে গাঢ় কমলা বা লাল রঙের মত দেখায়।
ঢাকার বিজ্ঞান জাদুঘরে সবসময়ই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়। এ নতুন কিছু নয়।
বিজ্ঞান জাদুঘর থেকে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কিউরেটর এ এস শফিউল আলম তালুকদার বলেন যে , এবারও বরাবরের মতই উন্মুক্ত থাকবে জাদুঘর। এ উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সেমিনার এর আয়োজন করা হবে।
photo: collected 

আগামী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

আমাদের হোম পেইজে গিয়ে আরো অজানা বিষয় জানুন এবং আমাদের পরামর্শ দিন। 
Previous Post Next Post