১০ মিনিটে নিজের মাথার উকুনকে শাস্তি দিন!
চুল থাকলে উকুন থাকবেই। এই প্রবাদ কে না শুনেছি? সব প্রবাদ সত্যি না হলেও এই প্রবাদটি এক্কেবারে কাটায় কাটায় মিলে।
গরমের মধ্য উকুন এর তান্ডব যে কত খানি বাড়ে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তবে কিছুদিনের যত্নেই তা একেবারে শেষ করা যেতে পারে।
উকুনের বংশ শেষ করার জন্য খুব সহজ একটি ফর্মূলা প্রয়োগ করা যেতে পারে। তা হচ্ছে নিমের তেল।
এখন নিমের তেল প্রায় সব জায়গাতেই কিনতে পাওয়া যায়(৩০০ বা ৩৫০ টাকায়)। তবে বাসায় তৈরি করলে তা একটু সাশ্রয়ী হয়। আসুন জেনে নেয়া যাক কিভাবে এটি তৈরি করবঃ
২ কাপ নারিকেলের তেল
একটি মাঝারি আকারের নিমের ডাল
১/২ কাপ পেয়াজের রস (চুল পরার সমস্যা থাকলে)
একটি মাঝারি আকারের নিমের ডাল
১/২ কাপ পেয়াজের রস (চুল পরার সমস্যা থাকলে)
নারিকেল তেলের সাথে নিমের পাতা গুলো জাল দিতে থাকুন যতক্ষণ না কালো হয়। কালো হয়ে গেলে বুঝবেন নিম পাতার রস বের হয়ে গেছে। তারপর পেয়াজের রস মিশিয়ে ১ মিনিটের মধ্যে নামিয়ে ফেলুন। তেলটিকে ঠান্ডা করে ছেকে একটি জারে সংরক্ষণ করুন।
photo: collected |
সময়সীমা ৩ সপ্তাহ।
সপ্তাহে ৩ দিন রাতে চুলে দিয়ে রাখুন। নিম তেতো হওয়ার কারনে উকুন আপনা আপনি বেরিয়ে আসবে।
আর আচড়ালে লিক সহ পড়ে যাবে।
আর আচড়ালে লিক সহ পড়ে যাবে।