এপ্রিল ২৬, ২০১৮
না কোন বিশেষ দিন নয়। তবে এই দিনেই Eagle Music Video Station থেকে মুক্তি পায় একটি গান।
হের্টারস দের জন্য কান ঝালাপালা করা গান। আর ছেকাখোরদের জন্য আজও প্রিয়।
গায়ক আরমান আলিফ। Photo: Collected |
মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে.......
অপরাধী গানটি গেয়েছেন আরমান আলিফ। বর্তমান ইন্টারনেট জগতে সবচাইতে ভাইরাল গান এটি। এর আসল ভার্সন একটা হলেও নকল ভার্সনের অভাব নেই।
তাই জনগন এখন এটার প্রতি বিরক্ত।
এই গানটির ওপর আরো ১২ টি ভিডিও তৈরি হয়েছে।
যাইহোক, অপরাধী গানটির উপর অনেকগুলো ভিডিও তৈরি হয়েছে। আবার অনেকে নিজে গেয়ে ও ভাইরাল হয়েছেন। এর ফলে আমরা বাংলাদেশের অনেক হিডেন টেলেন্ট খুজি পাই।
তাই আরমান আলিফ কে অনেক ধন্যবাদ আমাদের চোখে টেলেন্টগুলোকে ধরিয়ে দেবার জন্য। এবং আমাদের ধৈর্য বাড়ানোর জন্য।
Tags:
Entertainment