Photo: Collected |
সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আবিষ্কারের দাবি করেছেন গবেষকেরা। ডিভাইসটির নামকরণ করা হয় ‘মিশিগান মাইক্রো মোট’ নামে।
এ ডিভাইসটি আকারে মাত্র দশমিক তিন মিলিমিটার হলেও এটি ক্যানসার পর্যবেক্ষণ ও চিকিৎসায় নতুন আশার পথ খুলে দেবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।
"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস র" খবরে বলা হয়, দশমিক তিন মিলিমিটারের ক্ষুদ্রতম কম্পিউটারটি একবার চার্জ শেষ হলে তার আগের সব তথ্য মুছে যায়।এর আগে গবেষকেরা ২ বাই ২ বাই ৪ মিলিমিটার আকারের একটি ডিভাইস তৈরি করেছিলেন। তাতে বাইরে থেকে শক্তি জোগানো বন্ধ হলেও তা তথ্য ধরে রাখতে পারত।
Photo: Collected |
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের এর অধ্যাপক ডেভিড ব্লাউ বলেন, "একে কম্পিউটার বলা যাবে কি না তা আমরা নিশ্চিত নই। কম্পিউটার হতে গেলে যে ফাংশন থাকার কথা, তা আছে কি না, সে বিষয়টি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, সিস্টেম প্যাকেজিং স্বচ্ছ তৈরি করতে হয় বলে ‘মিশিগান মাইক্রো মোট’ তৈরির চ্যালেঞ্জ হলো এটি কীভাবে কম শক্তিতে চালানো যায়।
র্যাম ও ফটো ভল্টাইকস সহ এ কম্পিউটিং ডিভাইসে প্রসেসর, তারহীন ট্রান্সমিটার ও রিসিভার রয়েছে।
রেডিও অ্যানটেনা না থাকার কারণে এটি দৃশ্যমান আলোর সাহায্যে তথ্য আদান-প্রদান করে। একটি বেজ স্টেশন শক্তি ও প্রোগ্রামের জন্য আলো সরবরাহ করে এবং তথ্য গ্রহণ করে।
নতুন এ ডিভাইসিটি তাপমাত্রাকে ইলেকট্রনিক স্পন্দনে রূপান্তর করতে পারে।এটি কোষের মধ্যে তাপমাত্রার ওঠানামা নিখুঁতভাবে নির্ণয় করতে পারে বলে জানা গিয়েছে।
ক্ষুদ্র এই মাইক্রো কম্পিউটারকে আরো বিভিন্ন কাজে ব্যবহার এর কথা ভাবছেন গবেষকেরা।
Tags:
Health