photo: collected |
প্রাইমারকে মেকাপ এর বেইজ বলা হয়। ভাল প্রাইমারের উপর নির্ভর করে মেকাপের ভাল ফিনিশিং ও এর স্থায়ীত্ব।
প্রাইমার ভিন্ন ভিন্ন দামের হয়। ৭০০-১২০০ হচ্ছে প্রাইমারের সর্বোনিম্ন দাম।মেকাপ প্রেমীদের জন্য এই এক দুই হাজার টাকা কিছু ননা হহলেও অনেকেই এই দামের জন্য প্রাইমার ব্যবহার করতে পারেন না। আর মেকাপ ব্যবহার এ পান না শান্তি।
কিন্তু এখন যদি জানতে পারেন যে এই ১০০০ টাকা নষ্ট না করে করে আপনি ঘরোয়া ভাবেই এটি বানাতে পারবেন, তাহলে কি করবেন?
আসুন দেখে নেই প্রাইমার বানানোর পদ্ধতি:
১ চা চামচ অ্যালএভেরা জেল (পাতা হলে ভাল হয়)
১/২ চা চামচ গ্লিসারিন (শুষ্ক ত্বকের জন্য ১ চা চমচ)
১ চা চামচ সানস্ক্রিন।
একটি জার বা কৌটায় উপাদগুলো মিশিয়ে নিন। মেকাপ এর আগে মুখটিকে খুব ভাল ভাবে পরিষ্কার করে এটি ব্যবহার করুন।
ঘরোয়া হওয়ার কারণে এটি মেকাপ বেইজের পাশাপাশি এটি স্কিন কে স্মুথ ফ্রেশ রাখবে এবং রোদ থেকে বাচাবে।
এটিকে ২-৩ সপ্তাহ স্বাভাবিক তাপমাএায় রেখে খুব সহজেই সংরক্ষণ করা যাবে।