শাওন আর শিলা আহমেদের ভিন্ন মতামত
হূমায়ন আহমেদের বিখ্যাত মিসির আলী সিরিজের প্রথম উপন্যাসের অবলম্বনে তৈরি চলচ্চিত্রের নাম দেবী। যা গত ১৯ অক্টোবর বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
দেবী চলচ্চিত্রের সরকারী অনুদানে তৈরি করা হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রযোজনা করেছেন জয়া আহসান এবং সি-তে সিনেমা। এবং পরিবেশক ছিল জাজ মাল্টিমিডিয়া।দেবী চলচ্চিত্রে জয়া আহ্সান প্রধান চরিত্রে অভিনয় করেন। সহকারী অভিনেতা ও অভিনেত্রী ছিলেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।
যেহেতু দেবী চলচ্চিত্রটি হূমায়ন আহমেদের উপন্যাস অবলম্বনে তাই এই ছবির মুক্তির দিনে হূমায়ন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও হূমায়ন আহমেদের বড় মেয়ে শিলা আহমেদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দেবী চলচ্চিত্রটি কেমন হয়েছে তা জানতে চাওয়া শিলা আহমেদ বলেনঃ " আমি বাবার বানানো ছবি খুব কম দেখেছি। কিন্তু এ ছবিটি দোখতে এসেছি শুধু জয়া আহসান আছে বলে। তবে বাবার কাজের থেকেও অনেক ভাল কাজ করেছেন তারা।"
একই প্রশ্ন শাওনকে করা হলে শাওন বলেনঃ "হূমায়ন আহমেদের দেবী আর এই দেবীর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তবে একজন পরিচলকের স্বাধীনতা রয়েছে তার নিজের মত গল্প বানানোর।" তিনি আরও বলেনঃ" অনেকদিন পর একটা ভাল সাউন্ড পেয়েছি যা অনেকদিন অনেক মুভিতে পায় নি।"
আসছে নম্ভেবরে ১০ তারিখে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর গুলোতে মুক্তি পাবে দেবী।
(বিস্তারিত জানতে পারেন উইকিপিডিয়াতে)। আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এখানে
Tags:
Entertainment