কি করছেন সাবিলা নূর?

সাবিলা নূর, ২৩ এ পা রেখেছেন

নাটোর এর মেয়ে সাবিলা নূর। ২৩ এ পা রেখেছেন। ২০১৪ সালে মডেলিং এর মাধ্যমে অভিনয়ে প্রবেশ করেন। অভিনয় জগতে টিনেইজ বয়সীদের খুব ভালভাবেই আকৃষ্ট করেছেন তিনি। তৌসিফ মাহবুব, সিয়াম, জোভান, নিশো, অপূর্ব  প্রায় প্রত্যেকের সাথেই কাজ করেছেন সাবিলা।
২০১৪ সালে ইউটার্ন নামের নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হয় সাবিলা নূর এর। অভিনয় করেছিলন তৌসিফ ও মেহজাবিনের সঙ্গে। প্রচারিত হয় একুশে টিভিতে। শুরু হয় সাবিলা নূরের চুটিয়ে কাজ করা।
২০১৪ থেকে ২০১৭ পযর্ন্ত মোট ৩২ টা নাটকে কাজ করেছেন সাবিলা। এর মধ্যে কিছু নাটক সম্প্রচার করা হয়নি বিভিন্ন কারণে। কিন্তু তারপরেও কাজ করা থামাননি সাবিলা। হঠাৎ করে দেখা গেল ২০১৮ সালে শেষ অব্দি তাকে একটি নাটকেও পাওয়া যায় নি।
কিন্তু কেন? ছুটে চলল আমাদের LADIES SPEECHES টিম সাবিলা নুরের কাছে।


সাবিলা জানালেন ২০১৭ সালে একটা স্ক্যান্ডাল বের হয়। সেখানে তাকে জড়িয়ে মানুষ খুব তোলপাড় করেছিল। তাতে সাবিল খুব দঃখ পান।

সাবিলা নূর আরো জানান যে "আমি মানুষকে ভালবেসেই কাজ করে গেছি। কিন্তু তারাই আমাকে অবিশ্বাস করল সেটির ব্যাপারে যা আমি করিনি।" 
জানা যায় ২০১৭ সালের যে সময় ভিডিওটি ভাইরাল হয় তখন সাবিলা নূর তার বোনের কাছে ইউ এস এ তে ছিল। পর এ সত্যতা প্রকাশ করার জন্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

সাবিলা নূর আর কখনো কাজ করবেন কিনা তা জানতে চাওয়ায় বলেন "ভাল কাজ পেলে অবশ্যই করব। কিন্তু মানুষের প্রতি আস্থাটা একটু নড়বড়ে হয়ে গেছে।"
বর্তমানে কি করছেন তা জানতে চাওয়ায় সাবিলা নূর অবসর সময় কাটাচ্ছেন বলে প্রকাশ করেন।
                                    আমাদের ফেসবুক পেইজে লাইক দিন এখানে 
Previous Post Next Post