প্রতিদিনই পরিচালকদের চোখ দিয়ে ধর্ষণ হচ্ছে আজমেরি হক বাঁধন। গতকাল সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বাঁধন।ভারতের হলিউড থেকে মিটু আন্দোলন শুরু হলেও হলিউড বলিউড ঘুরে বাংলাদেশের গায়ে এর বাতাস লাগল বলে।
মিটু আন্দোলন নিয়ে বাঁধন কে প্রশ্ন করায় বাঁধন বলে প্রতিনিয়তই প্রযোজক পরিচালকদের চোঁখ দিয়ে ধর্ষিত হতে হয়। বাধন বলেন " তাদের আপত্তিকর চাহনি দেখলেই মনে এই মনে হয় আমাকে খাচ্ছে।মিডিয়ার সকলে জানে এমন অনেক কাজ ছেড়েছি এই ব্যবহারের জন্য। অনেকবার এরজন্য প্রতিবাদ ও করেছি। সবাই জানে আমি কাউকে ভয় পাই না।"
বাঁধন মিটু আন্দোলন কে সমর্থন করে কিনা তাতে বাঁধন বলে "করব না কেন? তারা যদি ভালই হত তাহলে বাচ্চদের দিকে চোখ দিত না তাদের কে ধর্ষন করত না। "
স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরও বাঁধন নিজের ক্যারিয়ার ও সন্তানকে নিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন শুরু করেছেন। এখন তিনি চলচ্চিত্রে কাজ করছেন।সম্প্রতি দেবী সিনেমার প্রমোশন অনুষ্ঠানে বাঁধনকে উল্লেখযোগ্য ভাবে দেখা যায়।
আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন
Tags:
Entertainment