রোববার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে পরিবহন ধর্মঘট
গত রোববার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে পরিবহন ধর্মঘট ডেকছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই পরিবহন ফেডারেশনের কার্যকারী সভাপতি হচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী জানিয়েছেন ধর্মঘট প্রত্যাহার করা সম্ভব নয়।
শাহজাহান সিরাজ- ছবিঃ সংগৃহীত |
কিন্তু এই পরিবহন ধর্মঘটের কারণে বাড়েছে মানুষের দূর্ভোগ। আবার হয়েছে এক শিশুর মৃত্যু। একটা নবজাতকের প্রাণ নিয়ে এমন পরিবহন ধর্মঘট এর মানে টা কি কেউ জানে?
কথাটি রোবাবার বিকেলের। নবজাতক শিশুটি মাএ সাত দিন হয়েছে এই পৃথিবীর আলো দেখেছে। গত শনিবার রাত থেকে নবজাতকটি কিচ্ছু খাচ্ছিল না এমনটিই জানিয়েছেন নবজাতকের চাচা আকবর আলী। পরে শিশুটিকে নিয়ে যাওয়া হয় বড়লেখার উপজেলা হাসপাতালে কিন্তু ডাক্তাররা পরামর্শ দেন শিশুটিকে নিয়ে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
নবজাতকের মৃত্যু, ছবিঃ সংগৃহীত |
নবজাতকের বাবা বলেন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া স্বত্তেও আমাদের যেতে দেয় নি পরিবহন শ্রমিকরা। বড়লেখা উপজেলার দরগাবাজারে আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়। আবার আমাদের দাসেরবাজার এলাকায় আটকানো হয়। সেখান থেকে চান্দগ্রাম বাজারে আবারও পরিবহন শ্রমিকেরা অ্যাম্বুলেন্সটা আটকায়।গাড়ির চালককে মারধরও করা হয়।
নবজাতক শিশুটি তখনই নিস্তেজ হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি নবজাতকটিক বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Tags:
International