প্রিয়াঙ্কা এখন ৩৬ বছরের তরুণী। কিন্তু বিয়ে করছেন ২৬ বছরের মার্কিন তরুন নিক জোনাসকে। অর্থাৎ প্রিয়াঙ্কা বিয়ে করছে তার থেকে ১০ বছরের ছোট ছেলেকে। অনেকের কাছে ব্যাপারটা খটকা খাওয়ার মত হলেও অনেকেই ভালভাবে দেখছে বিষয়টি।
নিক জোনাস একজন মার্কিনবাসী। সে একজন গায়ক এবং গীতিকার। এখন কথা হচ্ছে প্রিয়াঙ্কা কি তার থেকে বড় বা সমবয়সী কাউকে পান নি?
শোনা যায় প্রিয়াঙ্কা চোপড়ার অক্ষয়ের সাথে যে সম্পর্ক ছিল তাকে টক অব দ্যা টাউন বলা হত। তাদের ভালবাসা শুরু হয়েছিল এতরাজ, মুজসে সাদি কারোগি ইত্যাদি মুভির সুটিং সেট থেকে। এর পর প্রিয়াঙ্কা নাম জুড়ে আসিম মারচেন্ট এর সাথে। প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড হওয়ার আগে পর্যন্ত তারা খুব সিরিয়াস ছিলেন। তারপরে তাদেরকে আর একসাথে দেখা যায় নি।
এরপর প্রিয়াঙ্কা হারমান বেওয়াজার সাথে ৫ বছরের সম্পর্কে জড়ান। শোনা যায় লাভ স্টোরি ২০৫০ মুভিটা ব্যবসায় সফল না হওয়ায় তাদের বিচ্ছেদ ঘটে। আনজানা আনজানি মুভিটা করার সময় রনবির আর প্রিয়াঙ্কাকে নিয়ে অনেক রিওমার শোনা যায়। এর পরে প্রিয়াঙ্কা আর সাহেদ কাপুরের সম্পর্কটি করোই অজানা নয়। এমনও শোনা সাহেদ এর পর তার জিবনে নাকি কিং খান অর্থাৎ শারুখ খানের আর্বিভাব ঘটে।
শোনা যায় প্রিয়াঙ্কা চোপড়ার অক্ষয়ের সাথে যে সম্পর্ক ছিল তাকে টক অব দ্যা টাউন বলা হত। তাদের ভালবাসা শুরু হয়েছিল এতরাজ, মুজসে সাদি কারোগি ইত্যাদি মুভির সুটিং সেট থেকে। এর পর প্রিয়াঙ্কা নাম জুড়ে আসিম মারচেন্ট এর সাথে। প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড হওয়ার আগে পর্যন্ত তারা খুব সিরিয়াস ছিলেন। তারপরে তাদেরকে আর একসাথে দেখা যায় নি।
এরপর প্রিয়াঙ্কা হারমান বেওয়াজার সাথে ৫ বছরের সম্পর্কে জড়ান। শোনা যায় লাভ স্টোরি ২০৫০ মুভিটা ব্যবসায় সফল না হওয়ায় তাদের বিচ্ছেদ ঘটে। আনজানা আনজানি মুভিটা করার সময় রনবির আর প্রিয়াঙ্কাকে নিয়ে অনেক রিওমার শোনা যায়। এর পরে প্রিয়াঙ্কা আর সাহেদ কাপুরের সম্পর্কটি করোই অজানা নয়। এমনও শোনা সাহেদ এর পর তার জিবনে নাকি কিং খান অর্থাৎ শারুখ খানের আর্বিভাব ঘটে।
তাহলে এত মানুষ থাকা স্বত্তেও প্রিয়াঙ্কা কেন তার থেকে কম বয়সীকে বিয়ে করছেন এর উত্তরে প্রিয়াঙ্কা বলেনঃ নিক আমার মনের মত একজন মানুষ। কেউ কখনো পাফেক্ট হয়না নিক ও না। কিন্তু ও আমাকে বুঝতে পারে। আর আমরা দুজনেই আমদের পরিবারের প্রতি দুর্বল। এক বাধনেই থাকতে চাই সারাজীবন। সবার কাছে দোয়া চাই।
আর দশটা বিয়ের মত নয় বরং আরও ভাল ভাবে জিবন কাটুক এই বলিউড হলিউড অভিনেএীর।
Tags:
Entertainment