সমালোচনার মুখে ভেনম।

আক্টোবরের ৫ তারিখ এ মুক্তি পায় ভেনম। মুক্তি পাওয়ার পর পরই ভেনম প্রচুর সমালোচনার মুখে পড়ে। সমালোচনার ঝড় এতটায় বেড়েছিল যে পরিচালকরা ভেবেছিল ছবিটি হয়তো মুখ থুবড়ে পড়বে। কিন্তু শত সমালোচনার পরও দর্শকদের ভাল সাড়া পাওয়া যায়।
ভেনম হচ্ছে মারবেল কমিকসক এর একটি চরিএ। প্রায় ১২ কোটি টাকার বাজেটের ছবিটি গত ৩০ অক্টোবর পর্যন্ত আয় করেছে ৫২ কোটি টাকা। ছবিটির পরিচালক রুবেন ফ্লেইশার। 
ভেনমের প্রধান চরিএটি করেছে টম হার্ডি। তবে রেটিং এর দিক দিয়ে রুটেন এর এ ছবিটি ৩০ শতাংশে পৌছেছে। হলিউডের মধ্যে টম হার্ডি একজন নতুন নায়ক।
তারপরও তিনি এই অল্প দিনে নতুন চরিএ গুলোতে কাজ করে খুব জনপ্রিয়তা লাভ করে। টম হার্ডির নতুন এ ভেনম চরিত্র দেখার জন্য দর্শকদের ছিল অপেক্ষা।
কালো স্পাইডারম্যান এর কমিক দুনিয়ার নাম হচ্ছে ভেনম। ভেনম মুভির টিজার মুক্তি পেলেও তা দেখে দর্শকদের মন ভরে নি। কারণ সেখানে ভেনমের চেহারা প্রকাশ হয়নি। কিন্তু ট্রেলার দেখে সবার আকাঙ্খা আরও বেড়ে যায় হার্ডিকে সেই ভেনম রূপে দেখার জন্য।
যাইহোক সনি পিকচার্সের ‘স্পাইডারম্যান ইউনিভার্স’-সনি পিকচার্স এর দ্বিতীয় ছবি ‘ভেনম’।
Previous Post Next Post