প্রিয়াঙ্কা চোপড়ার ‘ব্রাইডাল শাওয়ার’!

উপহার না আনলে অনেক খুশি হব।’ প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের কার্ডে এ রকম কথা কি লিখা থাকতে পারে? মনে তো হয় না। নিউইয়র্কে ‘ব্রাইডাল শাওয়ার’ এর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রিয়াঙ্কার সাথে যোগ দিয়েছেন তার হলিউডের বন্ধুরা। এনেছেন প্রিয়াঙ্কার জন্য হরেক রকমের উপহার। নতুন জীবন শুরু করছেন আর বন্ধুদের উপহার নিবেন তা কি করে হয়?
বিয়ের শত নিয়মের মধ্যে একটি হচ্ছে ‘ব্রাইডাল শাওয়ার’। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের সময় তো চলেই এসেছে তাই ব্রাইডাল শাওয়ার টা হয়েই গেল। উপস্থিত হয়েছিলেন বিশেষ পোশাক নিয়ে যুক্তরাষ্ট্রও হলিউডের বন্ধুদের সামনে। যদিও প্রিয়াঙ্কার বিয়েটা হচ্ছে ভারতে কিন্তু যুক্তরাষ্ট্রের বন্ধুদের কথা তো আর ভুলা যায় না।
প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ারের আয়োজন করেছিল তাঁর কর্মীরা। এ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন পালকের সাদা মার্চেসা। গলায় পরেছিলেন বিখ্যাত টিফানির হীরার হার।  সাজগোজ যখন চলছিল, তখনো একটি ছবি ইনস্টাগ্রামে পাওয়া যায় প্রিয়াঙ্কার।
তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও গায়ক নিক জোনাসের বিয়ে এই ডিসেম্বরে ভারতের যোধপুরে। প্রিয়াঙ্কা-জোনাসের বিয়ের অনুষ্ঠান সম্ভবত দুর্গে হতে পারে। তবে মূল অনুষ্ঠানটি হতে যাচ্ছে উমেদ ভবন প্যালেসে।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’। সোনালি বসু এ ছবিটি পরিচালনা করছেন। এ ছবিতে তিনি ফারহান আক্তার ও জায়রা ওয়াশিম এর সাথে পর্দায় উপস্থিত হবেন।
Previous Post Next Post