দীপীকা রানবীর এর বিয়ে!

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর প্রেম গুঞ্জন অনেক আগে থেকে শোনা গেলেও তাদের মুখ খেকে পরিষ্কার ভাবে কিছু শোনা যায় নি।মাএ বছর খানিক আগেই তারা স্বীকার করলেন তাদের সম্পর্কের কথা।  বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে!
photo: collected  
হুম ঠিক তাই ঘটতে যাচ্ছে এ যুগল এর ক্ষেএে। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের ফেইসবুক টুইটার ও ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছে যে স্ব স্ব পরিবারের সম্মতিতে তারা আসছে নভেম্বর এর ১৪ ও ১৫ তারিখে এ শুভ কাজটি শেষ করতে যাচ্ছেন। ২১  তারিখের এই ঘোষণা সবাইকে যেন এখনই আনন্দে ভাসাচ্ছে।
Photo:collected
২০১৫ সালে কানে এসেছিল দীপিকা ডিপ্রেশনে ভুগছেন। কাজ করে ফেরার পর তার নাকি ভীষণ একা একা লাগত।  তরপর তিনি ডাক্তার এর শরনাপন্ন হন। এখন অনেকটা সুস্থ হলেও দীপিকা মনে করেন সেই মানসিক অসুস্থতার রেশ এখনো রয়ে গেছে।
রাণবীর আর দীপিকার বিগত প্রেম সম্পর্কে শোনা যায় অনেক কিছু।
রাণবীর যখন কলেজ পড়ুয়া ছাএ তখন নাকি হিমা মালিনীর মেয়ে আহানা দেওয়ল এর সাথে ভালবাসায় মগ্ন ছিলেন। অতঃপর ব্যান্ড বাজা বারাত এর সেট এ প্রেম এ পড়েন আনুশকার। আবার রাণবীর আর সোনাকশিকে নিয়েও অনেক সংবাদ পাওয়া যায়।

আবার দীপিকার এরকম কয়েকটা সম্পর্কের কাহীনি শোনা যায়। তার প্রথম প্রেম ছিল নিহার পান্ডেয়াল যার সাথে দীপিকার অভিনয়ের স্কুল থেকে পরিচয়। ভারতের খেলোয়াড় মাহেন্দ্র সিং ধনীর সাথেও দীপিকার নাম শোনা গিয়েছিল। এবং পরে ইউবরাজ সিং তাদের সম্পর্ক ভাঙে এবং দীপিকা ও ইউবরাজ সিং তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্ক ও বেশি দিন টিকে নি। পরে জানা যায় দীপিকার সাথে রানবীর কাপুর এর সম্পর্ক গড়েছে। দীপিকা ও রানবীর কাপুর তাদের সম্পর্ক নিয়ে মিডিয়াতে অনেক হিন্ট ও দিয়ে ছিলেন। এ সম্পর্ক নিয়ে অনেক সিরিয়াস ছিলেন দীপিকা।  কিন্তু রানবীর এ সম্পর্ক ছিন্ন করেন মূলত এই কারণেই নাকি দীপিকা ডিপ্রেশনে ভোগেন।
Photo:collected
যাই হোক দীপিকা এখন ৩২ আর রাণবীর সিং এখন ৩৩ বছর বয়সী। আসছে নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। বিয়েটা যেন সফল কাম হয় এ আাশাই রয়েছে সবার।
Previous Post Next Post