তেলের সত্যতা যাচাই!!!

আমাদের Ladies S P E E C H E S  থেকে জরিপে জানার চেষ্টা করা কর আসলে কোন তেলটা ভাল কাজ করে। সব খুটিনাটি বের করার পর কিছু অবাক করা তথ্য পাই। সুতরাং সাথেই  থাকুন।
photo:collected

প্রথমে আসি আমরা সবাই যেই নারিকেন তেল ব্যবহার করি তা কি সত্যিই ভাল নারিকেল দিয়ে বানায় বা নারিকেল ব্যবহার করা হয় কিনা?
একটা সময় ছিল যখন নারিকেল দিয়েই তেল বানানো হত। পরবর্তীতে পঁচা নারিকেল দিয়ে তেল বানানো হয়। আর এখন ব্যবহার করা হয় পাম ওয়েল যাতে শুধুমাএ সুগন্ধী মিশিয়ে বাজারে ছাড়ে।অনেকেই বলে থাকেন নিয়মিত তেল ব্যবহার করছি তারপর ও এত চুল কিভাবে পড়ে। তাদের উদ্দেশ্যে বলছি পাম ওয়েল শরীরের কিছু উপকার করলে ও চুলে কোন উপকারেই আসে না। সুতরাং বাসায় বানিয়ে ব্যবহার করাই ভাল।
photo:collected

এবার আসি ওলিভ ওয়েল এ। এই তেলটি এতটাই গুণ সম্পন্ন  যে খাওয়ার জন্য চুলের জন্য আর শরীরের জন্য একদম উপযোগী। একদম অল ইন ওয়ান। কথা হচ্ছে এটিও নকল কিনা?  হুম এটিও নকল এখানেও পাম ওয়েল রিফাইন করে ব্যবহার করে। তাই বড় কোন শপ থেকে বাইরের ব্রান্ডটা কিনাই ভাল।
Photo:collected

তেলের মধ্যে কেস্টর ওয়েল কে নতুন ভাবে পরিচিত করার কিছু নেই। কারন এর গুণাগুণ আমরা সবাই যানি।  এটি এখনো আমাদের দেশে তৈরি হওয়া শুরু করেনি। তবে বাইরে থেকে যেটা আসে সেখানেও দুই প্রকারের তেল পাওয়া যায়। একটার দাম মূলত ১৩০ টাকা আরেকটা ১৫০ বা ১৬০ টাকা। সুতরাং সস্তা কিনে ফস্তাবেন না।
নতুন দুটি তেল ভাল লেগেছে তা হচ্ছে Tea Tree আর Organ Oil। জরিপ মোতাবেক ভাল কাজ করছে তেল গুলো এখনো এদের রেপলিকা আসেনি বাজারে।

সবশেষ এইবার আসি কালো জিরার তেল এ। রিকোমেন্ড করব বাজার থেকে না কিনে ঘরে বসে বানিয়ে নিন।
প্রস্তুত  প্রণালিঃ
অবশ্যই একটা কাঁচের ঢাকনা সহ জার।
কালজিরা ও মেথি ২ টেবিল চামচ গুরা।
২০০ গ্রাম নারিকেল তেল ৫ টেবিল চামচ কেস্টর ওয়েল।
সব উপাদান মিক্স করুন।

আশা করব তথ্য গুলো উপকারী হবে।

Previous Post Next Post