কপিল শর্মার শর্ত মানা বিয়ে!

কমেডিয়ান জগতের একটা অনন্য নাম হচ্ছে কপিল শর্মা। দীপিকা ও রণবীর এর বিয়ের খবর পাওয়ার পরই পাওয়া যায় কপিলের বিয়ের খবর। কিন্তু রয়েছে দুটি শর্ত।
পাএীর নাম গিন্নি ছএাত। জন্ম নিয়েছেন পাঞ্জাবের জলন্ধরে। গিন্নি ও কপিল কলেজের সময় থেকেই একজন আরেক জনকে চেনেন। বর্তমানে গিন্নি একজন ব্যবসায়ী। তাদের ভালবাসার সম্পর্ক প্রায় ১১ বছরের।
Photo:collected 

২০১৭ সালের ১৭ মার্চ ছিল সেই বিশেষ দিন যখন গিন্নিকে কপিল পরিচয় করিয়ে দেন টুইটার এর মাধ্যমে। গিন্নির বিবৃতিতে কপিল বলেন ও আমার অর্ধাঙ্গীনী না বরং ও আমাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। সবাই তাকে স্বাগত জানান।
Photo:collected 

এখন আসা যাক গিন্নির শর্ত দুটি কি ছিল! প্রথম শর্ত মদ্যপান করা যাবে না। এই  শর্ত পূরণ করতে কপিল বেঙ্গালুর একটি রিহাব এ ভর্তি হন। কপিল এত তাড়াতাড়ি তারা চিকিৎসায় সাড়া দিয়েছেন যে সময় শেষ হওয়ার ২৮ দিন আগেই তাকে ছেড়ে দেওয়া হয়।

দ্বিতীয় শর্তটি ছিল দাগমুক্ত ক্যারিয়ার গড়তে হবে৷ এর জন্য শর্মা ক্যারিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তাঁদের পরামর্শ ও মেনে চলছেন।

এবার আর কোন বাধা নেই। কপিল শর্মা ও গিন্নি ছএাত কোন বাধা ছাড়াই বিয়েে করতে যাচ্ছেন ১২ই ডিসেম্বর। কপিলের ছোট অনুষ্ঠান করার ইচ্ছা থাকলেও গিন্নি তার বাবা ও মায়ের একমাএ মেয়ে হওয়ায় জলন্ধরে খুব ঝাঁকঝমক পূর্ণ ভাবেই তাদের বিয়েটা হবে। এবং ১৪ই ডিসেম্বরে মুম্বাইয়ে রিসিপশন হবে।

বিয়ে করতে যাচ্ছেন কপিল এর অনুভূতি জানতে চওয়ায় বলেন, অবশ্যই খুবিই খুশি। তবে আমার থেকে বেশি খুশি হচ্ছেন আমার মা। বিয়ের পরেই ছোট পর্দায় আবার ফিরছেন কপিল "দ্যা কপিল শর্মা শো" নিয়ে। এছাড়াও ১২ই অক্টোবর মুক্তি পায় ‘সান অব মনজিৎ সিং’ ছবিটি।
Photo: collected

Previous Post Next Post