সৌম্য সরকার ও ইমরুল কায়েস তৈরি করলেন এক অন্যন্য রেকর্ড।
শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বোলিং এর সিদ্ধান্ত নেন। জিম্বাবুয়ে বেটিং এ নেমে খুব দ্রুত উইকেট খোয়াতে শুরু করে। কিন্তু শেষমেশ তারা ৫ উইকেটে ২৮৬ রানের বিশাল এক টার্গেট দেয় বাংলাদেশকে। যদিও মাঠ ছিল বেটিং বান্ধব কিন্তু বাংলাদেশের জন্য টার্গেটি বড়। কারন, বাংলাদেশ তামিম, সাকিব ছাড়া। ভরশার প্রতিক শুধুমাত্র মুশফিকুর রহমান।
Photo: ladiesspeeches |
২৮৬ রান তারা করতে নেমেই বাংলাদেশের উইকেটের পতন। শুন্য রানে লিটন দাস আউট, দলীয় রানও বাংলাদেশের শুন্য। লিটন দাসের সাথে ওপেনিং এ নেমেছিলেন ইমরুল কায়েস। লিটন দাস আউট হয়ে যাওয়ার পর তাকে সংজ্ঞ দিতে মাঠে নামেন সৌম্য সরকার।
সৌম্য সরকার ও ইমরুল কায়েস মিলে তৈরি করেন এক উরন্ত সূচনা। দর্শকরা এইদিন ভাবতেও পারননি যে ফর্ম না থাকা এই দুই ব্যাটসম্যান বাংলাদেশের জন্য বয়ে আনবেন এক অনবদ্য রেকর্ড। এই দুই ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে করেন সর্বোচ্চ ২২০ রান।
এই রেকর্ডটি ১ম উইকেট পতনের পর দেশের মাটিতে সর্বোচ্চ। এই দুই ব্যাটসম্যানই শেষ ম্যাচে সেঞ্চুরির দেখা পান। সৌম্য সরকার করেন ৯২ বলে ১১৭ রান আর ইমরুল কায়েস করেন ১১৫ রান ১১২ বলে।
Tags:
sports