পদত্যাগ পত্র জমা দিলেন চার মন্ত্রী!

পদত্যাগ পত্র জমা দিয়েছেন চার মন্ত্রী। তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী ও বলা হয়।  তাঁরা হলেনঃ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, টেলিযোগাযোগ  ও ডাক, তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার,  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রী পরিষদ সভায় তারা পদত্যাগ পত্র জমা দেন।

কেন তারা পদত্যাগ করেন?
আজ দুপুরে মন্ত্রী পরিষদ সভায় মাননীয় প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তাদেরকে পদত্যাগের নির্দেশ দিয়ে বলেনঃ যখন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন তাঁদেরকে পদত্যাগ করতে হবে।


ছবিঃ সংগ্রহীত।

Previous Post Next Post