৪৫ বছরে পর্দাপন করলেন ঐশ্বর্যা রাই
জন্ম হয়েছিল ১৯৭৩ সালের ১ই নভেম্বর। ম্যাঙ্গালর,কর্ণাটকে জন্ম নেওয়া এই অভিনেএী ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব পান।
১৯৯১ থেকে তিনি কাজ শুরু করেন। ২০০৭ সালে ঘর বাধেন অভিষেক বচ্চন এর সাথে। ঐশ্বর্যা অভিষেকের থেকে প্রায় তিন বছরের বড়।
আসুন ঐশ্বর্যার কিছু অজানা তথ্য জেনে নেইঃ
১.ঐশ্বর্যা শুধু হলিউডেই নয় বরং বলিউডেও তার অভিনয় ক্ষমতার জন্য জনপ্রিয়।
২.কেরিয়ার এর প্রথমে সালমান খানের সাথে প্রেমের সম্পর্ক বার বার শিরোনামে আসে।
৩.প্রথমবার ঐশ্বর্যাকে পেন্সিলের এড এ দেখা যায় তখন তিনি নবম শ্রেণীর ছাএী।
৪. ঐশ্বর্যা র ঘড়ির প্রতি ভলাবাসা ও আর্কষণ দেখার মত।
৫.গুগলে সার্চ করলে ১৭ হাজারেরও বেশি ওয়েবসাইট পাওয়া যায় ঐশ্বর্যা র নাম।
৬.২০০৫ সালে ঐশ্বর্যা র মত দেখতে লিমিটেড এডিশনের বার্বি বাজারে আসে।
৭. আদরের ডাকনাম গুল্লু।
আরো ছবি
Tags:
Entertainment