৫৩ বছরে পা রাখলেন বলিউডের কিং খান
আজ একজন বিশেষ ব্যক্তির জন্মদিন। যিনি বলিউডে কিং খান নামে পরিচিত। জি আজকে কিং খান, বাদশাহ খান, কিং অব রোমান্স যাই বলি না কেন সর্বশেষে আজ শাহরুখ খানের জন্ম দিন। ১৯৬৫ সালে জন্ম নিয়েছেন কিং খান। সেই হিসাব কষলে আজ শাহরুখ খান ৫৩ বছরে পা দিলেন। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত বলিউডকে একটার পর একটা ছবি দিয়েই যাচ্ছেন।
বর্তমানে বলিউডের সফল চলচ্চিত্র তারকা হচ্ছেন এই কিং খান।
তার ভক্তের সংখ্যা ৩.২ মিলিওন ছাড়িয়ে গেছে। তার জীবনের কোন কিছুই অজনা নয়। কারণ তিনি তার ভক্তদেরকে খুব ভালবােসন যেমনটা তার ভক্তরা তাকে ভালবাসে।
যাই হোক কিং খানের জন্মদিন উপলক্ষে তার ভক্তরা তার মুম্বাইয়ের বাসভবন মন্নত এর সামনে রাত১২ টা থেকেই তাকে উইস করার জন্য অপেক্ষা করছিল। অবশেষে ১টার প্রায় কাছাকাছি সময়ে তিনি ভক্তদেরকে দেখা দেন।
শাহরুখ টুইট করেন 'স্ত্রীকে কেক খাওয়ালাম। ফ্যানদের সাথেও দেখা হয়ে গেল। সত্যি খুব ভাল একটা জন্মদিন। সবাইকে অনেক ধন্যবাদ এই অসীম ভালবাসার জন্য।'
ছবিঃ শাহরুখ খান। |
খুব শীঘ্রই শাহরুখকে বড় পর্দায় পাওয়া যাবে,জিরো মুভিতে
Tags:
International