প্রাইমারকে মেকআপের বেজ বলা হয়
মেকাপপ্রেমীদের জন্য প্রাইমার হলো মেকাপের প্রথম পর্ব। অনেকেই প্রাইমার ছাড়াই মেকাপ টা সেরে ফেলেন আবার অনেকেরই প্রাইমার ছাড়া চলে না। প্রাইমারকে মেকআপের বেজ বলা হয়। তাই বেজটা একটু না বরং বলব একটু বেশীই দামী হয়ে থাকে। তবে যারা প্রাইমার ছাড়াই মেকাপ সেরে ফেলেন তাদের জন্য মেকাপ টা টিকিয়ে রাখা একটু কষ্টের হয়ে যায়।
আবার শ্ষ্ক, তৈলাক্ত ও মিশ্রত্বকের জন্য রয়েছে আলাদা প্রাইমার। যেহতু শীতের দিন এসেই পড়ল নিশ্চই বিয়ের দাওয়াতের হিরিক পড়বে। তাই মেকাপ টা যেন পারফেক্ট হয় এমন কিছু ড্রাগস্টোর প্রাইমার এর কথা বলব যা দিয়ে মেকাপে কোন সমস্যা হবে না প্রাইসটাও একটু কম। গরমের দিনে প্রাইমারের জুড়ি নেই।
কিন্তু এর আগে আসুন এর আগে প্রাইমারের কাজ সম্পর্কে জেনে নেইঃ
১. ব্রণের দাগ গুলো ব্লার করে দেয়।২.চোখের নিচের দাগ,কপালের ফাইনলাইন পড়তে দেয়না ।
৩. হাসি দিলে গালে ফাইনলাইন পড়ে না।
টপ ৪ প্রাইমারঃ
- Colorbar Perfect Match Primer: দামটি পড়বে মাএ ৮০০ টাকা। এটা সেলিকন ওয়েল ফ্রি। তাই ওয়েলি স্কিনধারীদের জন্য পারফেক্ট। মেকআপটা খুব ভালভাবে ধরে রাখতে সক্ষম। বলিরেখা পরতে দেয় না।
- Laura Mercier Foundation Primer – Hydrating: শুষ্ক ত্বকের জন্য এটি একটি পারফেক্ট প্রাইমার। ত্বককে অনেক্ষ হাইড্রেইটেড রাখে। দাম পড়তে পারে ২৫০০ টাকা।
- L’Oreal Paris Base Magique Transforming Smoothing Primer: লরিয়ালের এই প্রাইমারটি ত্বকের তেল শুষে নেয়। তৈলাক্ত ত্বক থেকে শুরু করে মিশ্র ত্বকের অধীকারীরা এটি ব্যবহার করতে পারবে। দাম পরবে ১২০০ টাকা।
- Smash box Photo Finish Foundation Primer: তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট প্রাইমার এটি। এটিতে রয়েছে ৬০% পানি। এটি টু ইন ওয়ান। অর্থাৎ এটি প্রাইমার প্লাস ফাউন্ডেশন। এটি সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু আপনারা অনলাইনে থেকে অর্ডার করতে পারেন।
photo:collected |
Tags:
scienceandtechnology