ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিন শিক্ষক বহিস্কার।

রাষ্ট্রের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার খুব কড়া নজর থাকে। তাই কোন কিছু হলেই তা বাতাসের বেগে ছড়ায়। আজ ১ই নবেম্বর তিন জন শিক্ষককে বহিস্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ।  চাকরিচুত্য হলেন সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), প্রভাষক অভিষেক জামান (জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ) ও প্রভাষক বিল্পব কুমার দত্ত (উন্নয়ন অধ্যায়ন বিভাগ)। এই তিনজনপর মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ ছিল ছুটি শেষ হওয়ার পরও তারা বিশ্ববিদ্যালয়ে আসছে না। আরেকজনের বিরুদ্ধে অভিযোগ শিক্ষাদানে উদাসীনতা।

বুধবার রাতে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর আজ সকালে তা কার্যকর করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পক্ষ হতে এএসএম মাকসুদ কামাল জানান বিল্পব কুমার দত্ত ও অভিষেক জামান ছুটি শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে যোগদান করেন নি। অন্যদিকে আজহার জাফরকে শিক্ষাকার্যে উদাসীনতার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বহিস্কার করেন।

এদিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, 'আমরা সুশানে চলছি। শক্ত অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের জাতিকে সঠিক দৃষ্টান্ত আমরা না দেখাতে পারলে আর কেউ পারবে না।' 


photo:collected

Previous Post Next Post