ছবিঃ সংগ্রহিত। |
১৭ই জানুয়ারি মধ্য রাতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ২০১৭ এর মিস ওর্য়াল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম বাংলাদেশী ইউটিউবার সালমান মুক্তাদিরের বাড়িতে ভাঙচুর করছে। তার বাবাকে কথা বলার জন্য ডাকছে জেসিয়া আবার অন্যদিকে আবার মাকে গালাগালি করছে।
২০১৭ তেই জেসিয়া সালমানের প্রেমের গুন গুন শোনা যায়। তারা ২০১৮ সালে কাপল ভ্লগ করে এবং লাভ গুরু এহতেশাম এর শো তে গিয়ে বলে এটা একটা ওপেন রিলেশনশীপ। তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল?
তা জানতে আমরা সরাসরি কথা বলেছিলাম সালমান এা সাথে সালমান উত্তরে বলে সবার সম্পর্কেেই একটু আধটু ঝগড়া হয়ে থাকে তার মানে ছাড়াছাড়ি নিশ্চই হয় না। তেমনটাই ঘটেছি। এখানে ভাুল বুঝা বুঝি ছাড়া কিছুই হয় নি।
সালমান এও বলেন আমরা ফেইসবুক টাকে একটি নোংরা জায়গাতে রূপ দিয়েছি। যেখানে ভাইরাল ভিডিও র নামে আমরা মানুষের জীবনের অংশ তুলে দেই।
গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি সালমান মুক্তাদির ও জেসিয়া ইসলাম নিজ নিজ ফেইসবুক থেকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চান। সালমান বলেছে এটা শুধু মাএ ভুল বুঝা বুঝি। আবার জেসিয়াও একই কথা বলেছে। তারা দুইজনই বলেছে যে মানুষ টা এ কাজ করেছে সে যেন এরকম কারো সাথে আর না করে । কারন সবারই একটি নিজস্ব জীবন আছে।
এখন যদি কেউ ভেবে থাকেন যে ওরাই তো ওদের সম্পর্ক কে ওপেন রিলেশন এর নাম দিয়েছে তাহলে ভাইরাল কারীর দোষ কি?
দোষ আছে। যে দ্বারা ক্ষতি হয় কারো তা সবসময়ই খারাপ। তাই ভালো কিছু শেয়ার করুন।
ধন্যবাদ
Tags:
Entertainment