সংক্ষিপ্ত সংবাদঃ
তিন বছরের বন্ধুত্বের পর গেল বছরে হারুণ অর রশিদ অপুর সাথে ঘর বাধেন শবনম ফারিয়া। কিন্তু বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে নিয়ে ছোট ও বড় পর্দার এই অভিনেত্রীর মুখে বিরহের সুর।
অপুকে নিয়ে নিজের ফেইসবুক পেইজে কিছু কথা তুলে ধরেছেন শবনম ফারিয়া।
যেখানে তিনি লিখেছেনঃ
“গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয়, খাইসে বাবু?
রাতে ভাল ঘুম হইসে?
অাউটডোর শুটিংয়ে কষ্ট হচ্ছে?
আজকে কো.আর্টিস্ট কে?
লানচের ম্যেনু কি ছিল?
কিন্তু বউকে সারাদিনে কল না করলেও চলে….. ”
ঠিক একই দিনে ফেইসবুকে আগের মেমরি শেয়ার করেন যেখানে ক্যাপশন ছিলঃ “ বিয়ে আমাকে ভয় দেখায় না বরং ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায় ”
ফারিয়ার এমন স্ট্যাটাস এ অনেকেই ধরে নিয়েছেন বিবাহিত জীবনে সুখে নেই ফারিয়া। যদিও বতর্মান সংসার নিয়ে কোন কথা বলেননি দেবী দিয়ে বড় পর্দায় পা রাখা এই অভিনেএী।
সূত্রঃ চ্যানেল ২৪
ছবিঃ অপু ও ফারিয়া। |
Tags:
Entertainment