|
ছবিঃ সংগ্রহিত। |
স্ত্রীকে মারার অভিযেগে বুধবার রাতে হিরো আলমকে গ্রেপ্তার করে বগুড়া পুলিশ। জানা যায় তার স্ত্রী নিজেই তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
কারণ হিসেবে জানা যায় হিরো আলম তার স্ত্রীর কাছ থেকে ২ লক্ষ টাকা আদায়ের জন্য মারধর করেছে।
কিন্তু থানায় থাকা হিরো আলম বলেছেন যে “ আমি সত্য কথা বলতে ভয় পাই না সেটা আমার বাপ হোক বা স্ত্রী। আমার স্ত্রী পরকিয়ায় ধরা পড়েছে বলে আমি তাকে থাপ্পড় মেরেছি। থাপ্পড় মারা আর মারধরের মধ্যে অনেক তফাত রয়েছে বলেন জানান আলম।”
আলম আরো জানান আমার স্ত্রী আমার সাথে পারবে না বিধায় আমাকে মিথ্যা মামলা দিয়েছে। যেয়ে দেখবেন তার শরীরে কি কোন আঘাত বা কোন কাটা দাগ আছে কি না। যদি কেউ কোন আঘাতের চিহ্ন পান তাহলে বলতে পারবেন যে সত্যিকার অর্থে মারধর করা হয়েছে।
আমার স্ত্রী আর আমার শ্বশুর আমার ডিসের ব্যবসায় টা গ্রাস করার জন্য এই চক্রান্তটা করছে।
হিরো আলম প্রমাণ হিসাবে বলেন তার এলাকায় যেয়ে এটি খতিয়ে দেখার জন্য। এলাকার সবাই নাকি তার স্ত্রীর পরকিয়া সর্ম্পকে অবগত।